গুণিতক কাকে বলে: আজকে আমরা জানবো গুণিতক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
গুণিতক কাকে বলে?
কোনো সংখ্যাকে পূর্ণসংখ্যা দিয়ে গুণ করলে যেসব সংখ্যা পাওয়া যায় সেগুলোকে উক্ত সংখ্যার গুণিতক বলে। গুণিতকের অন্য নাম ‘নামতা’।
যেমন: ৩- কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, সেগুলোই হলো ৩ এর গুণিতক।
- ৩ × ১ = ৩
- ৩ ×২ = ৬
- ৩ × ৩ = ৯
- ৩ × ৪ = ১২
- ৩ × ৫ = ১৫
আর এখানে ৩,৬,৯,১২,১৫ হচ্ছে ৫ এর গুণিতক।
১০ কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সে গুলো ১০ এর গুণিতক।
১০ কে, ১ দ্বারা গুণ করলে হয় ১০। ২ দ্বারা গুণ করলে হয় ২০ এবং ৩ দ্বারা গুণ করলে হয় ৩০।
আর এখানে ১০, ২০,৩০ হচ্ছে ৫ এর গুণিতক।
গুণিতকের বৈশিষ্ট্য
- গুণিতকগুলো দ্বারা এর গুণনীয়ককে ভাগ করলে একটি মূলদ সংখ্যা পাওয়া যাবে।
- ০ (শূন্য) সকল সংখ্যার গুণিতক।
Also Read: ভগ্নাংশ কাকে বলে
SOME FAQ:
আপনি কিভাবে গুণিতক ব্যাখ্যা করবেন?
গুণিতক হল এমন পণ্য যা আমরা পাই যখন আমরা একটি পূর্ণ সংখ্যাকে অন্য পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি। উদাহরণস্বরূপ, 2 × 3 = 6। এখানে 6 হল 3 এবং 2-এর গুণিতক। 2-এর অন্যান্য গুণিতকগুলিকে 2, 4, 6, 8, 10, 12, ইত্যাদি হিসাবে তালিকাভুক্ত করা যেতে পারে।
তো আজকে আমরা দেখলাম যে গুণিতক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!