তল কাকে বলে? | তল কত প্রকার ও কি কি?

তল কাকে বলে: আজকে আমরা জানবো তল কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

তল কাকে বলে,তল কত প্রকার ও কি কি
তল কাকে বলে

তল কাকে বলে?

সাধারণত কোনো বস্তুর উপরিভাগকে তল বলা হয়।

যেকোনো ঘনবস্তুর এক কিংবা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে। প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকেই ঘনবস্তুর তল বলে। ঘনবস্তুর তল দ্বি-মাত্রিক হয়।

যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই তাকে তল বলে।

Also Read: পূর্ণ সংখ্যা কাকে বলে

তল কত প্রকার ও কি কি?

তল সাধারণত দু’প্রকারের হয়। যথা –

  1. সমতল (Plane surface)
  2. অসমতল বা বক্রতল (Curved surface)

সমতল কাকে বলে?

যে তলের উপরিভাগ কোথাও উঁচু বা নীচু নয়, অর্থাৎ যে তলের সর্বত্র একই রকম সমান তাকে সমতল বলে। সমতলের কোনো নির্দিষ্ট অংশের পরিমাপ বা আকার নেই। তবে কোনো কোনো সমতলের নির্দিষ্ট অংশের পরিমাপ বা আকার আছে।

কোনো তলে একটি সরলরেখা আঁকা হলে সরলরেখার প্রতিটি বিন্দু যদি ঐ তলে অবস্থিত হয়, তবে সেই তলকে সমতল বলে।

উদাহরণ: কাগজের উপরিভাগ,ঘরের মেঝে ইত্যাদি।

অসমতল বা বক্রতল কাকে বলে?

যে তল সমতল না, অর্থাৎ সমতল না হলে সে তলটিকে অসমতল বা বক্রতল বলে।

উদাহরণ: ফুটবলের তল, ঘরের টিনের চাল, পাথর বিছানো রাস্তা ইত্যাদি।

নিচে কয়েকটি ঘনবস্তুর তল সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়া হলো:

  • আয়তঘন – তল সংখ্যা ৬টি।
  • ঘনক – তল সংখ্যা – ৬টি।
  • শঙ্কু – তল সংখ্যা ২টি।
  • ত্রিভুজাকৃতি পিরামিড – তল সংখ্যা ৪টি।
  • সাধারণ প্রিজম – তল সংখ্যা – ৫টি।
  • গোলক – তল সংখ্যা – ১টি।
  • চোঙ বা বেলন – তল সংখ্যা ৩ টি।

তো আজকে আমরা দেখলাম যে তল কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment