নির্দেশক কাকে বলে? | নির্দেশক কয় প্রকার ও কি কি?

নির্দেশক কাকে বলে: আজকে আমরা জানবো নির্দেশক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

নির্দেশক কাকে বলে,নির্দেশক কয় প্রকার ও কি কি
নির্দেশক কাকে বলে

নির্দেশক কাকে বলে?

যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনাে একটি বস্তু এসিড বা ক্ষার বা নিরপেক্ষ তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বৃলে। যেমন : লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, ইউনির্ভাসাল ইনন্ডিকেটর ইত্যাদি।

OR: যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু এসিড না ক্ষারক বা কোনোটিই নয় তা নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে। উল্লেখ্য যে অধিকাংশ নির্দেশকই জৈব যৌগ।

যেমন: লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ, ফেনোফথ্যালিন, মিথাইল রেড ইত্যাদি নির্দেশক হিসেবে ব্যবহৃত ।

নির্দেশক কয় প্রকার ও কি কি?

নির্দেশক বিভিন্ন ধরনের হতে পারে। যেমন –

  1. অম্ল-ক্ষারক নির্দেশক,
  2. জারণ-বিজারণ নির্দেশক এবং
  3. শোষণ নির্দেশক ইত্যাদি।

Also Read: আপেক্ষিক ত্রুটি কাকে বলে

তো আজকে আমরা দেখলাম যে নির্দেশক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment