পরমানু কাকে বলে: আজকে আমরা জানবো পরমানু কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
পরমানু কাকে বলে?
কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ঐ মৌলের বৈশিষ্ট্য অক্ষুন্ন থাকে, যা স্বাধীনভাবে অবস্থান করতে পারে না কিন্তু রাসায়নিক বিক্রায়ায় অংশগ্রহন করতে পারে তাকে ঐ মৌলের পরমানু বলে।
অথবা: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ অক্ষুন্ন থাকে তাকে পরমাণু বলে।
যেমন- নাইট্রোজেন পরমাণু (N), লোহার পরমাণু (Fe) ইত্যাদি। নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান আর অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান।
Also Read: দশা কাকে বলে
পরমাণুতে ২ ধরনের মূল কনিকা পাওয়া যায়। যথা:
- স্থায়ী কনিকা
- অস্থায়ী কনিকা
পরমাণু এ দুই ধরনের কনিকা ব্যতীত আরেক ধরনের কনিকা পাওয়া যায়,যার নাম কম্পোজিট কনিকা।
স্থায়ী কনিকা
যে মূল কনিকা পরমানুর মধ্যে সবসময় স্থায়ীভাবে পাওয়া, তাকে স্থায়ী মূল কনিকা বলে।যেমন:ইলেক্ট্রন,প্রোটন ও নিউট্রন।
অস্থায়ী কনিকা
যে মূল কনিকা পরমাণুর মধ্যে সবসময় পাওয়া যায় না,তাকে অস্থায়ী মূল কনিকা বলে।যেমন:পাইওন,মেসন,মিউওন,পজিট্রন,নিউট্রিনো,এন্টিনিউট্রিনো,বোসন কনা ইত্যাদি।
কম্পোজিট কনিকা
স্থায়ী এবং অস্থায়ী কনিকা ব্যতীত পরমানুতে আরেক ধরনের ভারী কনা পাওয়া যায়,যাকে কম্পোজিট কনিকা বলে।যেমন:আলফা কনা,ডিউটেরণ কণা।
তো আজকে আমরা দেখলাম যে পরমানু কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!