পাতন কাকে বলে? বিস্তারিত…

পাতন কাকে বলে: আজকে আমরা জানবো পাতন কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

পাতন কাকে বলে
পাতন কাকে বলে

পাতন কাকে বলে?

কোনাে তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে।

অথবা: কোনো তরল মিশ্রণকে তাপ প্রয়োগ করে স্বাভাবিক বায়ুচাপে মিশ্রণের উপাদানসমূহকে তাদের স্ফূটনাঙ্কে বাষ্পীভূত করে এবং ঐ বাষ্পকে ঘনীভূত করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে।

অথবা: কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করে ঐ বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। অর্থাৎ,

পাতন = বাষ্পীভবন + ঘনীভবন (Distillation = Vaporization + Condensation)

পাতন হচ্ছে কোনো তরল মিশ্রণ থেকে উপাদান পদার্থগুলোকে বিবিধ বাষ্পীভবন ও ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা। এটা হতে পারে সম্পূর্ণভাবে পৃথক করা অথবা এটা আংশিকভাবে পৃথকও হতে পারে যাতে মিশ্রণের ঐ পদার্থটির ঘনমাত্রা বাড়ে।

Also Read: চাহিদা কাকে বলে

Also Read: বিষমবাহু ত্রিভুজ কাকে বলে

তো আজকে আমরা দেখলাম যে পাতন কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment