হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “পৃথিবীর দীর্ঘতম বন কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:
পৃথিবীর দীর্ঘতম বন কোনটি?
আমাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন আমাজন। এটি এতটাই বড় যে, যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের মতো ১৭টি দেশের সমান এর আয়তন। গরম আবহাওয়া, প্রচুর বৃষ্টিপাত আর আর্দ্রতার কারণে আমাজন জঙ্গল উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্যে ভরপুর।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।