প্রচুরক কাকে বলে: আজকে আমরা জানবো প্রচুরক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
প্রচুরক কাকে বলে?
বিচ্ছিন্ন বা অশ্রেণীকৃত চলকের ক্ষেত্রে যে মানটি অধিক সংখ্যকবার প্রতীয়মান হয় তাকে ঐ চলকের প্রচুরক বলে।
OR: কোনো উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিক বার উপস্থাপিত হয় সেই সংখ্যাটিকেই উপাত্তের প্রচুরক বলে।
OR: কোনো উপাত্তে যে সংখ্যা সবচেয়ে বেশি বার উপস্থাপিত হয় সেই সংখ্যাকে উক্ত উপাত্তের প্রচুরক বলে।
প্রচুরক এক বা একাধিক হতে পারে। কোনো উপাত্তে যদি কোনো সংখ্যাই একাধিকবার না থাকে তবে সেই উপাত্তের প্রচুরক নেই।
যেমন:
- 35,40,42,40,50,48,40,38 উপাত্তের প্রচুরক 40
- আবার 50,75,56,65,72,65,82,72,85,88,70,85 এর প্রচুরক 65 ও 85
উপাত্তের প্রচুরক কীভাবে বের করব
সারণিবদ্ধ উপাত্তের প্রচুরক নির্ণয়ের জন্য নিচের সূত্রটি নিম্নরূপঃ
প্রচুরক = L + (f1×h)/(f1+f2)
- এখানে, n = উপাত্ত সংখ্যা বা মোট গণসংখ্যা,
- L = প্রচুরক শ্রেণির নিম্নসীমা
- f1 = প্রচুরক শ্রেণির গণসংখ্যা – পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যা,
- f2 =প্রচুরক শ্রেণির গণসংখ্যা – পরবর্তী শ্রেণির গণসংখ্যা,
- h = শ্রেণি ব্যবধান।
তো আজকে আমরা দেখলাম যে প্রচুরক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!