আজকে আমরা জানবো মাখরাজ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
Makhraj kake bole,মাখরাজ ১৭ টি কি কি, মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি, মাখরাজ বলতে কি বুঝায়, মাখরাজ কি কি, মাখরাজ pdf, মাখরাজ উচ্চারণের স্থান
মাখরাজ কাকে বলে?
হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।
অথবা এভাবে বলা যায় যে: মুখের যে অংশগুলো থেকে আরবি বর্ণমালা উচ্চারিত হয় তাকে মাখরাজ বলে।
মনে রাখার কৌশল: উপরের যেকোনো একটি সংজ্ঞা ১০ বার পড়ুন। তাহলে দেখবেন এমনিতে মনে থাকছে। ❤️
মাখরাজ বলা হয় আরবী অক্ষর গুলো মুখ ও গলা’র যেসব স্থান থেকে উচ্চারিত হয় সেসব স্থানকে। ২৯টি অক্ষর প্রত্যেকটি তার নিজস্ব স্বকীয়তা অনুযায়ী মুখ ও গলার মোট ১৭টি স্থান থেকে উচ্চারিত হয়। তাই আরবিতে ‘মাখরাজ’ মোট ১৭টি।
এই ১৭টি ‘মাখরাজ‘ আবার উচ্চারিত হয় ৫ স্থান থেকে যাহাকে ‘মাকাম‘ বলা হয়। এক অক্ষরের উচ্চারণ আরেক অক্ষরের মতো হয়ে গেলে অর্থের পরিবর্তন হয়ে যায় তাই মাখরাজ জানা ও তা মেনে কুরআন পড়া অতীব জরুরী একটি বিষয়। তা না হলে গুনাহ হতে পারে
মাখরাজ উচ্চারণ এর স্থান কয়টি?
মাখরাজ উচ্চারণ এর স্থান ৩টি:
- ঠোট
- মুখের ভিতর
- কণ্ঠ নালী (হলক)
মাখরাজ কয়টি?
আরবী হরফ ২৯টি, আর হরফ উচ্চারণের স্থাণ তথা মাখরাজ ১৭টি। এই মাখরাজগুলো তাজবীদ সংক্রান্ত কিতাবাদীতে স্ববিস্তরে পাওয়া যাবে।
১ নাম্বার মাখরাজ
হলকের শুরু হতে -হামযা ,হা ء – ٥
২. নাম্বার মাখরাজ:
হলকের মধ্যখান হতে- আইন , হা ع- ح
৩. মাখরাজ:
হলকের শেষ হতে-গঈন-খ’ غ-خ
৪. নাম্বার মাখরাজ:
জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে-কফ-ق
৫. নাম্বার মাখরাজ:
জিহবার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগাইয়া-কাফ -ك
৬. নাম্বার মাখরাজ:
জিহবার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া-ইয়া, শিন, জিমঃ ي-ش-ج
৭. নাম্বার মাখরাজ:
জিহবার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া-দোয়াদঃ ض
৮. নাম্বার মাখরাজ:
জিহবার আগার কিনারা, সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া -লামঃ ل
৯. নাম্বার মাখরাজ:
জিহবার আগা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া -নূনঃ ن
১০. নাম্বার মাখরাজ:
জিহবার আগার পিঠ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া -রাঃ ر
১১. নাম্বার মাখরাজ:
জিহবার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া- তা, দাল, তোয়াঃ ت-د-ط
১২. নাম্বার মাখরাজ:
জিহবার আগা, সামনের নিচের, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া- যা, ছিন, সোয়াদঃ ز-س-ص
১৩. নাম্বার মাখরাজ:
জিহবার আগা, সামনের উপরের দু্ই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া- ছা, যাল, যোয়াঃ ث-ذ-ظ
১৪. নাম্বার মাখরাজ:
নিচের ঠোঁটের পেট, সামনের উপরের, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া-ফাঃ ف
১৫. নাম্বার মাখরাজ:
দুই ঠোঁট হইতে, ওয়াও, বা, মিম উচ্চাারি হয় । (ওয়াও উচ্চারণের সময় দুই ঠোঁট গোল হবে): م-ب-و
১৬. নাম্বার মাখরাজ:
মুখের খালি জায়গা হইতে, মদের হরফ উচ্চারিত হয়। মাদ্দের হরফ তিনটি। ওয়াও, আলিফ ও ইয়া। যবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জযমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জযমওয়ালা ইয়া। মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। যেমন- با-بُؤْ-بِئ
(অবশ্য তিন আলিফ ও চার আলিফ মদ ও আছে। তবে সেগুলোর নিয়ম ভিন্ন যা আমরা মদের আলোচনায় পরে দেখব। ইনশা’আল্লা্হ)
১৭. নাম্বার মাখরাজ:
নাকের বাঁশী হইতে গুন্নাহ উচ্চারিত হয়। -আন্না, ইন্না, আম্মা ইত্যাদি। اِنَّ-اَنَّ-اَمَّ
Also Read: রেখা কাকে বলে?
তো আজকে আমরা দেখলাম যে মাখরাজ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয়। যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!