মোল কাকে বলে?

মোল কাকে বলে: আজকে আমরা জানবো মোল কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

মোল কাকে বলে,মোল
মোল কাকে বলে

মোল কাকে বলে?

কোন মৌলিক বা যৌগিক পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে মোল বলে।

যেমন– অক্সিজেনের আণবিক ভর 32। অতএব 32 g অক্সিজেনকে 1 mole অক্সিজেন বলা হয়।

অনুরূপভাবে, 44 g CO2 সমান 1 mole CO2

Also Read: বাস্তব সংখ্যা কাকে বলে

আবার, মোলের আধুনিক সংজ্ঞা হচ্ছে– কার্বন-12 আইসোটোপের 12 গ্রাম ভরের কার্বন এ যতগুলো পরমাণু থাকে তার সমান সংখ্যক পরমাণু বা মৌলিক কণা কোনো পদার্থের যত গ্রামে থাকে তাকে ঐ পদার্থের এক মোল বলে।

তো আজকে আমরা দেখলাম যে মোল কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

মোল কাকে বলে,মোলের উদাহরণ,মোলের আধুনিক সংজ্ঞা কি

Leave a Comment