মৌলিক পদার্থ কাকে বলে? | Moulik podartho kake bole? | কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি কি?

আজকে আমরা জানবো মৌলিক পদার্থ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

এই পৃথিবীতে বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে। কোনটি কঠিন, কোনটি তরল আবার কোনটি বায়বীয়। এর মধ্যে আবার ভাগ রয়েছে কোনটি মৌলিক আবার কোন যৌগিক। মৌলিক পদার্থের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলুন জেনে ফেলি মৌলিক পদার্থ কাকে বলে।

মৌলিক পদার্থ কাকে বলে
মৌলিক পদার্থ কাকে বলে

মৌলিক পদার্থ কাকে বলে?

যেসব পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে।

যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনাে পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে

মনে রাখার সহজ কৌশল: উপরের যেকোনো একটি সংজ্ঞা ৭ বার পড়ুন। তাহলে দেখবেন এমনিতে মনে থাকছে। ❤️

যেমনঃ তামা, লোহ্‌ হাইড্রোজেন ,অক্সিজেন ইত্যাদি। আপনি এই সকল পদার্থ কে ভাংলে আর নতুন কোন পদারথ পাওয়া যাবেনা।

Also Read: দেশপ্রেম কাকে বলে?

Moulik podartho kake bole

যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তা-ই মৌলিক পদার্থ।

যেমন : সোডিয়াম (Na),হাইড্রোজেন (H2)।

সোডিয়ামকে যত ভাগে ভাগ করা হোক—সোডিয়ামই পাওয়া যাবে। একইভাবে হাইড্রোজেনকে ভাগ করলেও শুধু হাইড্রোজেনই পাওয়া যায়।

Also Read: বায়ু দূষণ কাকে বলে?

মৌলিক পদার্থ কয়টি ও কি কি?

এ পর্যন্ত মোট ১১৮টি মৌল বা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে ৯৪টি প্রকৃতিতে পাওয়া যায়, বাকী ২৪টি কৃত্রিম উপায়ে তৈরী করা হয়েছে। সাধারণত, প্রতিটি মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ একই মৌলের প্রতিটি পরমাণুতে সমান সংখ্যক প্রোটন থাকে । তাই, খুব সহজেই প্রোটন সংখ্যা দ্বারা কোন মৌল চেনা যায়।

যে মৌল বা মৌলিক পদার্থগুলো প্রকৃতিতে পাওয়া যায় তার মধ্যে ৩২ টি মুক্তভাবে অর্থাৎ মৌলিক খনিজরূপে প্রকৃতিতে বিদ্যমান থাকে। যেমন, তামা, সোনা, রূপা, কার্বন, গন্ধক ইত্যাদি। বাকী মৌলগুলো বিভিন্ন যৌগ হিসেবে প্রকৃতিতে বিদ্যমান থাকে।

কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি কি?

  • নির্দিষ্ট আকার বা আকৃতি আছে।
  • ওজন আছে
  • স্থান দখল করে।
  • তাপ তা প্রসারিত করে।
  • বল প্রয়োগ বাধা সৃষ্টি করে।
  • কিছু কঠিন পদার্থ আছে যাদেরকে উত্তপ্ত করলে, তখন তারা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। যেমন- ন্যাপথালিন।

Also Read: নক্ষত্র পতন কাকে বলে?

118 টি মৌলের পূর্ণ তালিকা

পারমাণবিক সংখ্যামৌলের নামমৌলের নাম (English)প্রতীক
1হাইড্রোজেনHydrogenH
2হিলিয়ামHeliumHe
3লিথিয়ামLithiumLi
4বেরিলিয়ামBerylliumBe
5বোরনBoronB
6কার্বনCarbonC
7নাইট্রোজেনNitrogenN
8অক্সিজেনOxygenO
9ফ্লোরিনFluorineF
10নিয়নNeonNe
11সোডিয়ামSodiumNa
12ম্যাগনেসিয়ামMagnesiumMg
13অ্যালুমিনিয়ামAluminumAl
14সিলিকনSiliconSi
15ফসফরাসPhosphorusP
16সালফারSulfurS
17ক্লোরিনChlorineCl
18আর্গনArgonAr
19পটাশিয়ামPotassiumK
20ক্যালসিয়ামCalciumCa
21স্ক্যান্ডিয়ামScandiumSc
22টাইটেনিয়ামTitaniumTi
23ভ্যানাডিয়ামVanadiumV
24ক্রোমিয়ামChromiumCr
25ম্যাঙ্গানিজManganeseMn
26লোহাIronFe
27কোবাল্টCobaltCo
28নিকেলNickelNi
29তামাCopperCu
30দস্তাZincZn
31গ্যালিয়ামGalliumGa
32জার্মেনিয়ামGermaniumGe
33আর্সেনিকArsenicAs
34সেলেনিয়ামSeleniumSe
35ব্রোমিBromineBr
36ক্রিপ্টনKryptonKr
37রুবিডিয়ামRubidiumRb
38স্ট্রনশিয়ামStrontiumSr
39ইট্রিয়ামYttriumY
40জারকোনিয়ামZirconiumZr
41নাইওবিয়ামNiobiumNb
42মলিবডিনামMolybdenumMo
43টেকনিসিয়ামTechnetiumTc
44রুথেনিয়ামRutheniumRu
45রোডিয়ামRhodiumRh
46প্যালেডিয়ামPalladiumPd
47রূপাSilverAg
48ক্যাডমিয়ামCadmiumCd
49ইন্ডিয়ামIndiumIn
50টিনTinSn
51অ্যান্টিমনিAntimonySb
52টেলুরিয়ামTelluriumTe
53আয়োডিনIodineI
54জেননXenonXe
55সিজিয়ামCesiumCs
56বেরিয়ামBariumBa
57ল্যান্থানামLanthanumLa
58সিরিয়ামCeriumCe
59প্রাসিওডিমিয়ামPraseodymiumPr
60নিওডিমিয়ামNeodymiumNd
61প্রমিথিয়ামPromethiumPm
62সামেরিয়ামSamariumSm
63ইউরোপিয়ামEuropiumEu
64গ্যাডালিনিয়ামGadoliniumGd
65টারবিয়ামTerbiumTb
66ডিসপ্রোজিয়ামDysprosiumDy
67হোলমিয়ামHolmiumHo
68আরবিয়ামErbiumEr
69থুলিয়ামThuliumTm
70ইটারবিয়ামYtterbiumYb
71লুটিশিয়ামLutetiumLu
72হ্যাফনিয়ামHafniumHf
73ট্যান্টালামTantalumTa
74টাংস্টেনTungstenW
75রিনিয়ামRheniumRe
76অসমিয়ামOsmiumOs
77ইরিডিয়ামIridiumIr
78প্লাটিনামPlatinumPt
79সোনাGoldAu
80পারদMercuryHg
81থ্যালিয়ামThalliumTl
82লেডLeadPb
83বিজমাথBismuthbi
84পোলোনিয়ামPoloniumPo
85অ্যাস্টাটিনAstatineAt
86রেডনRadonRn
87ফ্র্যান্সিয়ামFranciumFr
88রেডিয়ামRadiumRa
89অ্যাক্টিনিয়ামActiniumAc
90থোরিয়ামThoriumTh
91প্রোট্যাক্টিনিয়ামProtactiniumPa
92ইউরেনিয়ামUraniumU
93নেপচুনিয়ামNeptuniumNp
94প্লুটোনিয়ামPlutoniumPu
95অ্যামারিসিয়ামAmericiumAm
96কুরিয়ামCuriumCm
97বার্কিলিয়ামBerkeliumBk
98ক্যালিফোর্নিয়ামCaliforniumCf
99আইনস্টাইনিয়ামEinsteiniumEs
100ফার্মিয়ামFermiumFm
101মেন্ডেলিভিয়ামMendeleviumMd
102নোবেলিয়ামNobeliumNo
103লরেনসিয়ামLawrenciumLr
104রাদারফোর্ডিয়ামRutherfordiumRf
105ডুবনিয়ামDubniumDb
106সিবোর্গিয়ামSeaborgiumSg
107বোহরিয়ামBohriumBh
108হ্যাসিয়ামHassiumHs
109মাইটনেরিয়ামMeitneriumMt
110ডার্মস্টাটিয়ামDarmstadtiumDs
111রান্টজেনিয়ামRoentgeniumRg
112কোপার্নিসিয়ামCoperniciumCn
113নিহোনিয়ামNihoniumNh
114ফ্লিরোভিয়ামFleroviumFl
115মস্কোভিয়ামMoscoviumMc
116লিভারমোরিয়ামLivermoriumLv
117টেননেসিনTennessineTs
118ওগানেসনOganessonOg

তো আজকে আমরা দেখলাম যে মৌলিক পদার্থ কাকে বলে?,Moulik podartho kake bole? এবং আরো অনেক বিস্তারিত বিষয়। যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment