যোগ কাকে বলে: আজকে আমরা জানবো যোগ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
যোগ কাকে বলে?
দুই বা ততোধিক সমান বা অসমান সংখ্যাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে।
or: যোগ কাকে বলে যদি এর সংজ্ঞা সহজ করে বলি তাহলে, দুই বা দুইয়ের অধিক সমান বা অসমান সংখ্যাকে যখন একত্র করে একটি সংখ্যায় পরিণত করা হয় তখন তাকে যোগ বলা হয়। অর্থাৎ, যোজ্য + যোজক = যোগফল।
যেমন: ৪৫ + ১২ = ৫৭
- ১০ + ৫ = ১৫
- ৪ + ৫ = ৯ ইত্যাদি।
Also Read: সমযোজী বন্ধন কাকে বলে
যোগের চিহ্ন
যোগের চিহ্ন হলো (+)।
যোগের বৈশিষ্ট্য
যোগের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। যোগ পরিবর্তনশীল অর্থাৎ কার পরে কাকে যোগ করা হচ্ছে তাতে কিছু যায় আসে না। যখন কেউ দুটির বেশি সংখ্যা যোগ করে তখন যে কোনো ক্রমেই যোগ করা হোক না কেন তাতে কিছু যায় আসে না।
তো আজকে আমরা দেখলাম যে যোগ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!