শোষণ কাকে বলে? | শোষণ কয় প্রকার ও কি কি

শোষণ কাকে বলে: আজকে আমরা জানবো শোষণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

শোষণ কাকে বলে,শোষণ কয় প্রকার ও কি কি

শোষণ কাকে বলে,শোষণ কয় প্রকার ও কি কি
শোষণ কাকে বলে

শোষণ কাকে বলে?

মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবন উদ্ভিদের দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলে।

উদ্ভিদের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন খনিজ লবনের। তাই উদ্ভিদ তার প্রয়োজনীয় খনিজ লবণ শোষণ করে মাটির নিচের পানি থেকে। মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে থাকে।

শোষণ কয় প্রকার ও কি কি

শোষণ প্রধানত দুই উপায়ে হয়ে থাকে, যেমন:

  1. নিষ্ক্রিয় শোষণ
  2. সক্রিয় শোষণ

নিষ্ক্রিয় শোষণ কাকে বলে?

এ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তি ব্যবহার না করে জল শোষণ অর্থাৎ উদ্ভিদের মূলরোম ইমবাইবিশন ও অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে।

সক্রিয় শোষণ কাকে বলে?

বিপাকীয় শক্তির ব্যবহারের মাধ্যমে এটি সাধারণত জলের শোষণ হয় অর্থাৎ সক্রিয় শোষণের ক্ষেত্রে খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়োজন হয়।

তো আজকে আমরা দেখলাম যে শোষণ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Also Read: তাৎক্ষণিক বেগ কাকে বলে

শোষণ কাকে বলে,শোষণ কয় প্রকার ও কি কি

Leave a Comment