সমতুল ভগ্নাংশ কাকে বলে: আজকে আমরা জানবো সমতুল ভগ্নাংশ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
সমতুল ভগ্নাংশ কাকে বলে?
দুইটি ভগ্নাংশের মধ্যে প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের লব এবং দিত্বীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের লব এর গুনফল যদি সমান হয় তবে তাকে সমতুল ভগ্নাংশ বলে |
OR: দুইটি ভগ্নাংশের মধ্যে প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ও প্রথম ভগ্নাংশের লব এর গুণফল যদি সমান হয় তবে তাকে সমতুল ভগ্নাংশ বলে |
উদাহরণস্বরূপ, 9/12 এবং 6/8 সমতুল ভগ্নাংশ কারণ সরলীকৃত হলে উভয়ই 3/4 এর সমান।
6/12, 4/8 এবং 1/2 এই তিনটি ভগ্নাংশ এর সরলীকৃত মান সমান। অর্থাৎ তিনটি ভগ্নাংশ এর লব ও হর আলাদা হলেও সমান।
Also Read: Article কাকে বলে
1/5 এর সমতুল ভগ্নাংশগুলি হল 5/25, 6/30 এবং 4/20, যা সরলীকরণের ফলে একই ভগ্নাংশে পরিণত হয়, অর্থাৎ 1/5৷
6/12 এবং 4/8 উভয়ই 1/2 এর সমান, যখন সরলীকৃত হয়।
তো আজকে আমরা দেখলাম যে সমতুল ভগ্নাংশ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!