অনার্স আর ডিগ্রির মধ্যে পার্থক্য কি?

অনার্স আর ডিগ্রির মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো অনার্স আর ডিগ্রির মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

অনার্স আর ডিগ্রির মধ্যে পার্থক্য কি?

অনার্সডিগ্রি
অনার্স হচ্ছে স্নাতক সম্মানডিগ্রি হচ্ছে শুধু স্নাতক
অনার্স ৪ বছর মেয়াদিডিগ্রি ৩ বছর মেয়াদি।
অনার্স করার পর ১ বছর মেয়াদি একটা কোর্স যাকে স্নাতকোত্তর বলা হয়।মাস্টার্স হচ্ছে ডিগ্রি করার পর ২ বছর মেয়াদি একটা কোর্স।
অনার্সে মূলত যেকোন এক বিষয়ের উপর খুঁটিনাটি পড়ানো হয়ে থাকে। তাই তারা ওই বিষয়ের উপর দক্ষ হয়ে গড়ে উঠে।ডিগ্রি আলাদাভাবে কয়েকটি বিষয়ের কিছু কিছু অংশ পড়ানো হয়। তাই ডিগ্রীর ছাত্রছাত্রীরা পঠিত কয়েকটি বিষয় সম্পর্কে কিছু কিছু জ্ঞান লাভ করতে পারে। সার্টিফিকেটের মান ডিগ্রীর চাইতে অনার্সের টার বেশি।
অনার্স শেষ করে সরাসরি বিসিএস দেয়া যায়।কিন্তু ডিগ্রি করে মাস্টার্স না করলে বিসিএস দেয়া যায়না।
চাকরির ক্ষেত্রে অনার্স সম্পূর্ণ কারীদের সরাসরি অনেক ব্যাংক বা কোম্পানিতে চাকরিতে নিয়োগ দিয়ে থাকে।ডিগ্রি সম্পূর্ণ কারীদের মাস্টার্স সম্পন্ন না করলে নিয়োগ দেয়া হয় না।

তো আজকে আমরা দেখলাম যে অনার্স আর ডিগ্রির মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment