অনুরূপ কোণ কাকে বলে: আজকে আমরা জানবো অনুরূপ কোণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
অনুরূপ কোণ কাকে বলে?
দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোন উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে।
OR: দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকরেখার দিকে সমান্তরাল রেখার পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে।
OR: দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে যে চার জোড়া বা আটটি কোণ উৎপন্ন হয়, তাদের মধ্যে প্রত্যেক জোড়ার অন্তর্গত কোণ দুইটিকে পরস্পর অনুরূপ কোণ বলা হয় যদি ও কেবল যদি তারা নিচের শর্তগুলো পূরণ করেঃ
- কোণ দুইটির শীর্ষবিন্দু আলাদা হয়।
- কোণ দুইটির উভয়েই ছেদকের একই পাশে অবস্থান করে।
- কোণ দুইটির একটি বহিঃস্থ কোণ এবং অপরটি অন্তঃস্থ কোণ হয়।
Also Read: জিন কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে অনুরূপ কোণ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!