অপটিক্যাল ফাইবার কাকে বলে? | অপটিক্যাল ফাইবার কত প্রকার? | অপটিক্যাল ফাইবার এর বৈশিষ্ট্য?

অপটিক্যাল ফাইবার কাকে বলে: আজকে আমরা জানবো অপটিক্যাল ফাইবার কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

অপটিক্যাল ফাইবার কাকে বলে,অপটিক্যাল ফাইবার কত প্রকার,অপটিক্যাল ফাইবার এর বৈশিষ্ট্য
অপটিক্যাল ফাইবার কাকে বলে

অপটিক্যাল ফাইবার কাকে বলে?

Optical fiber cable (অপটিক্যাল ফাইবার) হলো এক ধরনের পাতলা তার যেটাকে কাচ বা প্লাষ্টিক এর দ্বারা তৈরি করা হয়েছে। এটা দেখতে মানুষের মাথার চুলের মতো। অপটিক্যাল ফাইবার তার গুলোকে এমন একটি প্রযুক্তি বলে, যার মাধ্যমে তথ্যের সংক্রমণ করা হয়।

এখানে ডাটা বা তথ্যের আদান প্রদান করার জন্য আলোর ব্যবহার করা হয়। সম্পর্ন ফাইবার তারের মধ্যে দিয়ে ডাটা বা তথ্য ট্রান্সফার করানো হয়। এতে বিদ্যুতের চেয়ে হাজার গুন দ্রুত তথ্য বা ডাটা গুলোকে optical fiber তারের মাধ্যমে ট্রান্সফার করানো সম্ভব।

মনে রাখবেন, অপটিক্যাল ফাইবারে আলোর সঞ্চার করানো হয়, কিন্ত বিদ্যুতের সঞ্চার করানো হয় না। এজন্য এই তারের মধ্যে দিয়ে তথ্য বা ডাটা গুলো হাজার হাজার গুনে দ্রুত ট্রান্সফার করা সম্ভাব হয়।

অন্যান্য তার গুলোর তুলনায় এই আধুনিক প্রযুক্তির ফাইবার তার গুলোর দাম অনেক বেশি। এই আধুনিক প্রযুক্তির তারের মাধ্যমে data বা information গুলো প্রায় ৩ লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড দ্রুত গতিতে চলাচল করে।

এই দ্রুততা আলোর এবং আলোর দ্রুততার মাধ্যমে ডাটা গুলোকে ট্রান্সফার করা হচ্ছে। আশাকরি, বুঝতে পারছেন অপটিক্যাল ফাইবার কি?

অপটিক্যাল ফাইবার কত প্রকার?

অপটিক্যাল ফাইবার কত প্রকার
অপটিক্যাল ফাইবার এর প্রকার গুলো বিভিন্ন আলদা আলদা বিষয়ের উপর নির্ভর করে।

যেমন,

  1. ব্যবহার হওয়া Materials
  2. প্রতিসরাষ্ক
  3. আলোর প্রচারের পদ্ধতি

তাহালে, চলুন নিচে থেকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবার এর প্রকারভেদ গুলো জেনে আসি।

Materials এর উপর ভিত্তি করে ২ প্রকার

  1. Glass Fibers – আলোর সক্রমণের উদ্দেশ্যে উচ্চমানের গ্লাস ফাইবার ব্যবহার করা হয়।
  2. Plastic optical fibers – আলোর সক্রমণের উদ্দেশ্যে polymethylmethacylate নামের transparent thermoplastic টিকে core material হিসাবে ব্যবহার করা হয়।

প্রতিসরাষ্ক এর উপর ভিত্তি করে ২ প্রকার

  • Step index fibers – Cladding এর দ্বারা ঘিরে থাকা গঠন যেখানে reflection এর single uniform index রয়েছে।

আলোর প্রচারের পদ্ধতে ২ প্রকার

Single mode fibers – সিগন্যাল এর দীর্ঘ দূরত্বের সংক্রমণ করানোর জন্য ফাইবার তার ব্যবহার করা হয়।
Multi mode fibers – সিগন্যাল এর সল্প দূরত্বের সংক্রমণ করানোর জন্য ফাইবার তার ব্যবহার করা হয়।

Also Read: প্রত্যয় কাকে বলে?

অপটিক্যাল ফাইবার এর বৈশিষ্ট্য?

  1. এর গতি আলোর গতির সমান।
  2. একই সাথে একাধিক তথ্য প্রেরণ করা যায়।
  3. শক্তির অপচয় হয় না বললেই চলে।
  4. রাসায়নিক নিষ্ক্রিয়তা।
  5. এটিতে গিগাবাইট রেঞ্জ বা তার থেকে বেশি দ্রুত গতিতে ডেটা চলাচল করতে পারে।
  6. নেটওয়ার্কের ব্যাকবােন হিসেবে ফাইবার অপটিক ক্যাবল বেশি ব্যবহৃত হয় ইত্যাদি।

অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক ক্যাবলের সুবিধা

  1. এটি দ্রুতগতিসম্পন্ন।
  2. আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয়।
  3. উচ্চ ব্যান্ডউইথ সুবিধা।
  4. এক দেশ থেকে অন্য দেশে ডাটা ট্রান্সফার করা যায়।
  5. বড় ধরণের নেটওয়ার্ক ব্যবহার করা যায়।
  6. নেটওয়ার্ক ব্যাকবোন ব্যবহার করা যায়।
  7. ডাটা পরিবহনে কম শক্তি ক্ষয় হয়।
  8. মানের অবনতি এন্টিনিউয়েশন ঘটে না।
  9. পরিবেশের চাপ-তাপ ইত্যাদি ডাটা চলাচলের ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি করতে পারে না।
  10. আকারে ছোট।
  11. সহজে পরিবহনযোগ্য।
  12. ওজন অত্যন্ত কম।
  13. বিদ্যুৎ চুম্বক প্রবাহ (EMI)হতে সম্পূর্ণ মুক্ত।
  14. ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা বেশি ইত্যাদি।

Also Read: মৌলিক অধিকার কাকে বলে?

অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক ক্যাবলের অসুবিধা

  1. ফাইবার অপটিক ক্যাবলকে U আকারে বাঁকানো যায় না। তাই যেখানে অধিক বাঁকানোর প্রয়োজন সেখানে ফাইবার ব্যবহার করা যায় না।
  2. এটি অত্যন্ত ব্যয়বহুল।
  3. এ ক্যাবলকে সহজে টুকরো করা যায় না।
  4. অন্যান্য ক্যাবলের চেয়ে ফাইবার অপটিক ক্যাবল ইনস্টল করা তুলনামূলকভাবে কঠিন।
  5. অপটিক্যাল ফাইবার স্থাপন এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল প্রয়োজন হয় ইত্যাদি।

অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কীভাবে কাজ করে?

সবার প্রথমে এটিকে অ্যানালগ অথবা ডিজিটাল ডাটা ভোল্টেজে ট্রান্সফার করা হয়। ট্রান্সফার করার পর সেখান থকে কারেন্টে রূপান্তর করা হয়। পরে ওই কারেন্টের মধ্যমে লাইট সোর্স (লেড আথবা ILD) থেকে আলো অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে পাঠানো হয়। এটুকু হলো প্রেরক যন্ত্রের কাজ।

এরপর আলো Optical Fiber বা অপটিক ফাইবার ক্যাবলের মধ্য দিয়ে প্রবাহিত হয় । কিন্তু এ আলো অনেক দূর পাঠালে আলোক শক্তি দুর্বল হয়ে যায়। দুর্বল যাতে না হয়ে যায় সেজন্য সিগন্যাল রিজেনারেটর ব্যবহার করা হয়। গ্রাহক যন্ত্রেও ঠিক বিপরীত কাজটা করা হয়। এভাবে Optical Fiber বা ফাইবার অপটিক কাজ করে।

তো আজকে আমরা দেখলাম যে অপটিক্যাল ফাইবার কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

অপটিক্যাল ফাইবার কাকে বলে,অপটিক্যাল ফাইবার কত প্রকার,অপটিক্যাল ফাইবার এর বৈশিষ্ট্য

Leave a Comment