অরবিটাল কাকে বলে? | অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র | অরবিটালের শক্তিক্রম | অরবিটালের আকৃতি

অরবিটাল কাকে বলে: আজকে আমরা জানবো অরবিটাল কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

অরবিটাল কাকে বলে,অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র,অরবিটালের শক্তিক্রম,অরবিটালের আকৃতি
অরবিটাল কাকে বলে

অরবিটাল কাকে বলে?

নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তিস্তরে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে।

অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। অরবিটালকে উপশক্তিস্তর বা উপকক্ষও বলা হয়।

অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র

অরবিটালের শক্তিক্রম

অরবিটালের শক্তিক্রম (নিম্ন থেকে উচ্চ) অথবা ইলেকট্রন প্রবেশের ক্রম মনে রাখার মজার টেকনিকঃ

  1. শোন→1s
  2. শোন→2s
  3. প্রিয়া শোন→ 2p, 3s
  4. প্রিয়া শোন → 3p, 4s
  5. DPS করো → 3d, 4p, 5s
  6. DPS করো → 4d, 5p, 6s
  7. f DPS করো → 4f, 5d, 6p, 7s
  8. f DPS করো → 5f, 6d, 7p, 8s

অরবিটালের আকৃতি

বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন। p- অরবিটাল ডাম্বেল আকৃতিরd এবং f অরবিটালের আকৃতি জটিল প্রকৃতির। প্রকৃতপক্ষে, অরবিটাল হলো তরঙ্গ ফাংশন অর্থাৎ তরঙ্গ বলবিদ্যায় গাণিতিক ফাংশন, যা দ্বারা কোনো পরমাণুতে ইলেকট্রনের অবস্থা বর্ণনা করা যায়।

অরবিটাল কাকে বলে,অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র,অরবিটালের শক্তিক্রম,অরবিটালের আকৃতি

Also Read: অব্যয় পদ কাকে বলে?

Leave a Comment