অ্যানায়ন কাকে বলে: আজকে আমরা জানবো অ্যানায়ন কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
অ্যানায়ন কাকে বলে?
ঋণাত্মক আধান যুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে।
যেমন – ক্লোরিন আয়ন (Cl-) হলো একটি অ্যানায়ন।
যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন এটি স্বাভাবিকভাবে চার্জ আয়ন হয়ে যায় যা অ্যানায়ন হিসাবে পরিচিত।
যখন কোনো পরমাণু এক বা একাধীক(অতিরিক্ত) ইলেকট্রন গ্রহণ করে তখন এটি নেতিবাচকভাবে চার্জ আয়ন হয়ে যায় যা অ্যানায়ন হিসাবে পরিচিত।
অর্থাৎ পরমাণুতে সমান সংখ্যক প্রোটন এবং ইলেক্ট্রন থাকে। এ কারণেই কোনও পরমাণু বৈদ্যুতিক নিরপেক্ষ। যখন কোনও পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে ফেলে তবে এটি নেট ধনাত্মক চার্জ অর্জন করার কথা বলে এবং এটি ক্যাটায়ন(cation) হয়ে যায়। একইভাবে, যখন পরমাণু একটি ইলেকট্রন অর্জন করে তখন এটি নেতিবাচক চার্জের অধিকারী হয় বা অ্যানিয়নে(anion) পরিণত হয়।
Also Read: বিশুদ্ধ পানি কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে অ্যানায়ন কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!