আদর্শ গ্যাস কাকে বলে: আজকে আমরা জানবো আদর্শ গ্যাস কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
আদর্শ গ্যাস কাকে বলে?
যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসসূত্রসমূহ- বয়েল সূত্র, চার্লস সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র পুরোপুরি মেনে চলে, তাকে আদর্শ গ্যাস বলা হয়।
or: যে সকল গ্যাস গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রায় ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।
অন্যভাবে বলা যায়, যে গ্যাস সব তাপমাত্রা ও চাপে PV = nRT এ সমীকরণটি মেনে চলে, তাকে আদর্শ গ্যাস বলা হয়।
আদর্শ গ্যাসের সমীকরণ
আদর্শ গ্যাসের সমীকরণটি হলো :
PV = nRT
এখানে,
- P = গ্যাসের চাপ
- n = গ্যাসের মোলসংখ্যা
- R = আদর্শ গ্যাস ধ্রুবক
- V = গ্যাসের আয়তন
- T = গ্যাসের পরম তাপমাত্রা
- এক মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটি হলো:
- PV = nRT
Also Read: ভাইরাস কাকে বলে
আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য
- চাপ অপরিবর্তিত রেখে গ্যাসের তাপমাত্রা 0°C হতে -273°C কমালে গ্যাসের আয়তন শূন্য হবে।
- স্থির তাপমাত্রায় চাপ ও আয়তন গুণফল একটি ধ্রুবক। সুতরাং, যদি স্থির তাপমাত্রায় PV বনাম P (চাপ) লেখচিত্র অংকন করা যায় তবে তা P-অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে।
- স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তনের পরিবর্তন হলেও এদের অভ্যন্তরীণ শক্তির কোন পরিবর্তন হয় না।
- গ্যাসটি যদি বাহ্যিক কাজ না করে প্রসারিত হয় তখন কোন তাপীয় পরিবর্তন হয় না।
আদর্শ গ্যাস কাকে বলে,আদর্শ গ্যাসের সমীকরণ,আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য
তো আজকে আমরা দেখলাম যে আদর্শ গ্যাস কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!