আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি?
আবহাওয়া | জলবায়ু |
---|---|
আবহাওয়া হলো বায়ুমণ্ডলের খন্ডকালীন অবস্থা | জলবায়ু হলো বায়ুমণ্ডলের দীর্ঘসময়ের অবস্থা |
কোন একটি নির্দিষ্ট সময়ের বায়ুর তাপ চাপ আর্দ্রতা বায়ুপ্রবাহ ইত্যাদি পর্যবেক্ষণ করে আবহাওয়া নির্ণয় করা হয় | কোন স্থানের দীর্ঘকালীন আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ু নির্ণয় করা হয় |
আবহাওয়া একটি ক্ষুদ্র এলাকার বায়ুর বৈশিষ্ট্য। | জলবায়ু একটি বড় এলাকার বা অঞ্চলের বায়ুমণ্ডলের বা আবহাওয়ার বৈশিষ্ট্য। |
আবহাওয়া দিন দিন বা ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত হতে পারে। | জলবায়ু সাধারণত পরিবর্তিত হয় না। |
স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তিত হয়। | জলবায়ুর পরিবর্তন হয় স্থানভেদে ও ঋতুভেদে। |
আবহাওয়া mateorology এর আলোচ্য বিষয়। | জলবায়ু climatology এর আলোচ্য বিষয়। |
আবহাওয়া দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলে। | জলবায়ু মানুষের জীবন প্রণালী,কৃষিকাজ, অর্থনৈতি,মানুষের স্বাস্থ্য ইত্যাদির উপর প্রভাব ফেলে। |
আবহাওয়া হল জলবায়ুর বিভিন্নতা। | জলবায়ু হল বিভিন্ন আবহাওয়ার সমন্বয়। |
আকাশের তথা বায়ুমণ্ডলের অবস্থা থেকে যে কেউ আবহাওয়া সম্পর্কে ধারণা দিতে পারে। | কিন্তু জলবায়ু সম্পর্কে যে কেউ ধারণা দিতে পারেনা দীর্ঘদিনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জলবায়ু সম্পর্কে বিশেষজ্ঞ ব্যাক্তিরা ধারণা দিয়ে থাকেন। |
আবহাওয়া সম্পর্কে অধ্যয়নকে আবহাওয়া বিদ্যা (Meteorology) বলে। | অপরদিকে জলবায়ু সম্পর্কে অধ্যয়নকে জলবায়ু বিদ্যা ( Climatology) বলে। |
আবহাওয়া হল কোন স্থানের বায়ুমণ্ডলের ক্ষনস্থায়ী অবস্থা। অর্থাৎ কোন স্থানের দৈনন্দিন বায়ুর তাপ, বায়ুপ্রবাহ, বায়ুর চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির সমষ্টিগত অবস্থাকে আবহাওয়া বলে। | জলবায়ু হল কোন স্থানের বায়ুমণ্ডলের দীর্ঘস্থায়ী অবস্থা। অর্থাৎ কোন স্থানের বছরের সব দিনের আবহাওয়া একই রূপ থাকে না। কোনদিন উষ্ণ, কোনদিন আর্দ্র ও বৃষ্টিবহুল কোনদিন শীতল ও শুষ্ক ইত্যাদি। এই পরিবর্তনগুলো একত্রিত করলে আবহাওয়ার একটি সমষ্টিগত অবস্থা পাওয়া যায়। |
কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয়। | কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩০-৫০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। |
তো আজকে আমরা দেখলাম যে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!