আবহাওয়া কাকে বলে? | আবহাওয়া এর উপাদান | আবহাওয়ার বৈশিষ্ট্য

আবহাওয়া কাকে বলে: আজকে আমরা জানবো আবহাওয়া কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

আবহাওয়া কাকে বলে,আবহাওয়া এর উপাদান,আবহাওয়ার বৈশিষ্ট্য

আবহাওয়া কাকে বলে,আবহাওয়া এর উপাদান,আবহাওয়ার বৈশিষ্ট্য
আবহাওয়া কাকে বলে

আবহাওয়া কাকে বলে?

কোন স্থানের স্বল্প সময়ের অর্থাৎ ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে।

OR: আবহাওয়া মূলত হচ্ছে একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি উপাদান সমূহের গড় অবস্থা। আর এই গড় অবস্থাকেই বলা হয় আবহাওয়া। আবহাওয়া নিত্যদিনেরই ঘটনা যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আবহাওয়া কে বৈজ্ঞানিক ভাবে বলা হয় মেটিওরোলজি অর্থাৎ, আবহাওয়া নিয়ে যেখানে আলোচনা বা কথা বলা হয় সেটিই মেটিওরোলজি।

Also Read: সমবেগ কাকে বলে

OR: আবহাওয়া বলতে কোনাে একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উয়তা, আদ্রর্তা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাতের পরিমাণ প্রভৃতি উপাদানের গড় অবস্থাকে বােঝায়। আবহাওয়া একটি দৈনন্দিন ঘটনা যা প্রতিক্ষণে পরিবর্তিত হয়।

আবহাওয়ার বৈশিষ্ট্য

  • আবহাওয়া মূলত বায়ূ মন্ডলের নিম্নস্তর এর প্রতিদিনকার একটি অবস্থা।
  • আবহাওয়া মূলত সল্প সময়ের অবস্থা কে তুলে ধরে প্রতিদিনকার সময়ের উপর নির্ভর করে।
  • আবহাওয়া পরিবর্তনশীল। যে কোনো সময় এটি পরিবর্তন হয়ে যেতে পারে।
  • স্থানের উপর নির্ভর করে আবহাওয়া সহজেই পরিবর্তন হতে পারে।

আবহাওয়া এর উপাদান

  1. বায়ুপ্রবাহ।
  2. চাপ।
  3. আর্দ্রতা।
  4. মেঘাচ্ছন্ন।
  5. বৃষ্টিপাত।
  6. তাপ।

আবহাওয়া কাকে বলে,আবহাওয়া এর উপাদান,আবহাওয়ার বৈশিষ্ট্য

তো আজকে আমরা দেখলাম যে আবহাওয়া কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment