ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর 2022 Updated পর্ব – 2

আাজকে আমরা দেখবো কিছু ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর সহ আরো অনেক জ্ঞান মূলক প্রশ্ন পাবেন। এখানে যা যা পাচ্ছেন:

ইসলামিক প্রশ্ন উত্তর,ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর,ইসলামিক কুইজ প্রশ্ন উত্তর,ইসলামিক প্রশ্ন ও উত্তর,ইসলামিক প্রশ্ন উত্তর বাংলা,ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,ইসলামী প্রশ্ন উত্তর,বাংলা ইসলামিক প্রশ্ন ও উত্তর কুইজ,বাংলা জিকে প্রশ্ন উত্তর,কুইজ প্রশ্ন উত্তর,বাংলা কুইজ প্রশ্ন উত্তর,ইসলামিক কুইজ প্রতিযোগিতা,ইসলামিক কুইজ,ইসলামিক কুইজের প্রশ্ন উত্তর সহ,ইসলামিক কুইজ প্রশ্ন উত্তর,ইসলামী প্রশ্ন উত্তর পর্ব,প্রশ্ন উত্তর,বাংলা প্রশ্ন উত্তর

প্রশ্নঃ সূরা বাকারা’-এর আয়াত সংখ্যা কত?
উত্তরঃ ২৮৬টি।

প্রশ্নঃ সূরা নাবা’-এর অপর নাম কী?
উত্তরঃ সূরা তাসাউল।

প্রশ্নঃ আলিফ লাম মীম দ্বারা শুরু হওয়া সূরা কতটি?
উত্তরঃ ৬টি।

প্রশ্নঃ মদিনায় হিজরতের পর সর্বপ্রথম কোন সূরাটি অবতীর্ণ হয়?
উত্তরঃ সূরা বাকারা।

প্রশ্নঃ যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সে ঘরের অবস্থা কেমন হয়?
উত্তরঃ সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়।

প্রশ্নঃ “আল হায়িলাহ’ কোন সূরার অপর নাম?
উত্তরঃ সূরা কাহ্ফ।

প্রশ্নঃ কোন সূরাটি রসূলুল্লাহ (সাঃ) প্রতি জুমাবার খুতবায় পড়তেন?
উত্তরঃ সূরা ক্বাফ।

প্রশ্নঃ কোন সূরা দুটি কেয়ামতের দিন এর পাঠকারীকে ছায়া প্রদান করবে এবং পাঠকারীর পক্ষে ঝগড়া করবে?
উত্তরঃ সূরা বাকারা ও সূরা আলে ইমরান।

প্রশ্নঃ সিনামুল কুরআন বলা হয় কোন সূরাকে?
উত্তরঃ সূরা বাকারাকে।

প্রশ্নঃ কোন সূরায় ইফকের ঘটনা বর্ণিত হয়েছে?
উত্তরঃ সূরা নূর-এ।

প্রশ্নঃ তাবুক যুদ্ধে না যাওয়া তিন ব্যক্তির কথা কুরআনের কোন সূরায় উল্লিখিত হয়েছে?
উত্তরঃ সূরা তাওবায়।।

প্রশ্নঃ উমার ইবনে খাত্তাব (রা.) কোন সূরাটি ১২ বছর ধরে মুখস্থ করেছেন?
উত্তরঃ সূরা বাকারা।

প্রশ্নঃ কোন সূরা সম্পর্কে ইমাম কুরতুবী বলেছেন যে, এর মধ্যে দুনিয়া এবং আখিরাতের সংবাদ রয়েছে?
উত্তরঃ সূরা ওয়াকি’আহ।

প্রশ্নঃ সর্বপ্রথম উমার ইবনে খাত্তাব (রা.) কোন সুরাটি পাঠ করেছিলেন?
উত্তরঃ সূরা ত্বাহা।

প্রশ্নঃ কুরআনের সূরা ইসরাতে একজন নবীকে আব্দান শাকুরা (কৃতজ্ঞ বান্দা) হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি কে?
উত্তরঃ নূহ (আ.) (সূরা ইসরাঃ ৩)।

প্রশ্নঃ কোন সূরা অবতীর্ণ হলে নবী কারীম (সাঃ) আনন্দিত হন?
উত্তরঃ সূরা নাসর।

প্রশ্নঃ সূরা বাকারায় উল্লিখিত রংসমূহের নাম কী কী?
উত্তরঃ হলুদ, সাদা, কালাে।

প্রশ্নঃ কোন মহিলার নামে একটি সূরা নামকরণ করা হয়?
উত্তরঃ মারইয়াম (আ.)-এর।

প্রশ্নঃ কাওসার কী?
উত্তরঃ জান্নাতের একটি ঝরনা বা নদী।।

প্রশ্নঃ হাওয়ারিয়ুন কোন সূরার অপর নাম?
উত্তরঃ সূরা সফ।

প্রশ্নঃ কলকলার হরফ কতটি?
উত্তরঃ ৫টি।

প্রশ্নঃ কোন সূরায় ইয়াজুজ-মাজুজের আলােচনা করা হয়েছে?
উত্তরঃ সূরা কাহফে।

প্রশ্নঃ কোন সূরায় বিসমিল্লাহ্ নেই?
উত্তরঃ সূরা তাওবায়।

প্রশ্নঃ নবীদের মধ্যে কোন নবী দুনিয়াতে আল্লাহকে দেখতে চেয়েছেন?
উত্তরঃ মূসা (আ.)।

প্রশ্নঃ সর্বপ্রথম আল কুরআনের পূর্ণাঙ্গ কোন সূরা নাযিল হয়?
উত্তরঃ সূরা ফাতিহা।

প্রশ্নঃ সূরা আল ফাতিহা’-এর অর্থ কী?
উত্তরঃ সূচনা।

প্রশ্নঃসূরা আল বাকারা’-এর অর্থ কী?
উত্তরঃ গাভী।

প্রশ্নঃ সূরা আলে ইমরান’-এর অর্থ কী?
উত্তরঃ ইমরানের পরিবার।

প্রশ্নঃ সূরা আন নিসা’-এর অর্থ কী?
উত্তরঃ নারী।

প্রশ্নঃ সূরা আল মায়িদা-এর অর্থ কী?
উত্তরঃ খাদ্য পরিবেশিত টেবিল।

প্রশ্নঃ সূরা আনআম-এর অর্থ কী?
উত্তরঃ গৃহপালিত পশু।

প্রশ্নঃ সূরা রাদ’-এর অর্থ কী?
উত্তরঃ বজ্রপাত।

প্রশ্নঃ সূরা আল হিজর’-এর অর্থ কী?
উত্তরঃ পাথুরে পাহাড়।

প্রশ্নঃ সূরা আন নাহল’-এর অর্থ কী?
উত্তরঃ মৌমাছি।

প্রশ্নঃ সূরা বনী ইসরাঈল’-এর অর্থ কী?
উত্তরঃ ইসরাঈলের বংশধর।

প্রশ্নঃ সূরা আল কাহফ”-এর অর্থ কী?
উত্তরঃ গুহা।।

প্রশ্নঃ ধারাবাহিকতার দিক থেকে কুড়িতম সূরার নাম কী ?
উত্তরঃ সূরা ত্বাহা।।

প্রশ্নঃ সূরা আল আম্বিয়া’-এর অর্থ কী?
উত্তরঃ নবীগণ।

প্রশ্নঃ সূরা আল হাজ্জ’-এর অর্থ কী?
উত্তরঃ ইচ্ছা করা।

প্রশ্নঃ সূরা আল মুমিনূন’-এর অর্থ কী?
উত্তরঃ মুমিনগণ।

প্রশ্নঃ সূরা আন নূর’-এর অর্থ কী?
উত্তরঃ আলাে।

প্রশ্নঃ সূরা আল ফুরকান এর অর্থ কী?
উত্তরঃ সত্য-মিথ্যা পার্থক্য নির্ধারণকারী গ্রন্থ।

প্রশ্নঃ সূরা আশ শুআরা’-এর অর্থ কী?
উত্তরঃ কবিগণ।।

প্রশ্নঃ সূরা আন নামূল’-এর অর্থ কী?
উত্তরঃ পিপীলিকা।

প্রশ্নঃ সূরা আল কাসাস-এর অর্থ কী?
উত্তরঃ কাহিনী।

প্রশ্নঃ সূরা আল আনকাবুত’-এর অর্থ কী?
উত্তরঃ মাকড়সা।

প্রশ্নঃ সূরা আর রূম’-এর অর্থ কী?
উত্তরঃ রােমান জাতি।

প্রশ্নঃ সূরা লােকমান’ কার নামে নামকরণ করা হয়েছে?
উত্তরঃ লােকমান (আ.)-এর।

প্রশ্নঃ সূরা আয যারিয়াত’-এর অর্থ কী?
উত্তরঃ প্রবল বাতাস।

প্রশ্নঃ সূরা আন নাজম’-এর অর্থ কী?
উত্তরঃ তারকারাজি।

প্রশ্নঃ সূরা আল ক্বামার’-এর অর্থ কী?
উত্তরঃ চন্দ্র।

প্রশ্নঃ সূরা আর রাহমান’-এর অর্থ কী?
উত্তরঃ পরম করুণাময়।

প্রশ্নঃ সূরা আল ওয়াকি’আহ’-এর অর্থ কী?
উত্তরঃ নিশ্চিত ঘটনা।

প্রশ্নঃ সূরা আল হাশর’-এর অর্থ কী?
উত্তরঃ সমাবেশ।

প্রশ্নঃ সূরা আল মুমতাহিনা’-এর অর্থ কী?
উত্তরঃ নারী, যাকে পরীক্ষা করা হবে।

প্রশ্নঃ সূরা আস সফ’-এর অর্থ কী?
উত্তরঃ সারিবন্দী সৈন্যদল।।

প্রশ্নঃ সূরা আল জুমুআহ’-এর অর্থ কী?
উত্তরঃ সম্মেলন।

প্রশ্নঃ সূরা আল মুনাফিকুন’-এর অর্থ কী?
উত্তরঃ কপট বিশ্বাসীগণ।

প্রশ্নঃ সূরা আত তাগাবুন’-এর অর্থ কী?
উত্তরঃ মােহ অপসারণ।

প্রশ্নঃ সূরা আত তালাক’-এর অর্থ কী?
উত্তরঃ তালাক (ছেড়ে দেওয়া)।

প্রশ্নঃ সূরা আত তাহরীম’-এর অর্থ কী?
উত্তরঃ নিষিদ্ধকরণ।

প্রশ্নঃ সূরা আল মুলক’-এর অর্থ কী?
উত্তরঃ সার্বভৌম কতৃত্ব।

প্রশ্নঃ সূরা আল কালাম’-এর অর্থ কী?
উত্তরঃ কলমটি।

প্রশ্নঃ সূরা আল হাক্কাহ’-এর অর্থ কী?
উত্তরঃ নিশ্চিত সত্য।

প্রশ্নঃ সূরা আল মা’আরিজ’-এর অর্থ কী?
উত্তরঃ উন্নয়নের সােপান।

প্রশ্নঃ প্রথম রসূলের নামে কোন সূরার নামকরণ করা হয়েছে?
উত্তরঃ সূরা নূহ।।

প্রশ্নঃ সূরা আশ শামস’-এর অর্থ কী?
উত্তরঃ সূর্য।

প্রশ্নঃ সূরা আল লাইল’-এর অর্থ কী?
উত্তরঃ রাত্রি।

প্রশ্নঃ সূরা আদ দুহা’-এর অর্থ কী?
উত্তরঃ পূর্বাহ্নের সূর্যকিরণ।

প্রশ্নঃ সূরা আল ইনশিরাহং-এর অর্থ কী?
উত্তরঃ বক্ষ প্রশস্তকরণ।

প্রশ্নঃ সূরা আত তীন’-এর অর্থ কী?
উত্তরঃ ডুমুর।

প্রশ্নঃ সূরা আল আলাক’-এর অর্থ কী?
উত্তরঃ রক্তপিণ্ড।

প্রশ্নঃ সূরা ক্বাদর’-এর অর্থ কী?
উত্তরঃ মহিমান্বিত।

প্রশ্নঃ সূরা আল বাইয়্যিনাহ-এর অর্থ কী?
উত্তরঃ সুস্পষ্ট প্রমাণ।

প্রশ্নঃ সূরা আল যিলযাল’-এর অর্থ কী?
উত্তরঃ ভূমিকম্প।

প্রশ্নঃ সূরা আদিয়াত’-এর অর্থ কী?
উত্তরঃ অভিযানকারী।

প্রশ্নঃ সূরা আল কারিআহ্’-এর অর্থ কী?
উত্তরঃ মহাসংকট।

প্রশ্নঃ সূরা আত তাকাসুর’-এর অর্থ কী?
উত্তরঃ প্রাচুর্যের প্রতিযােগি তা।

প্রশ্নঃ সূরা আসর’-এর অর্থ কী?
উত্তরঃ সময়, অপরাহ্ন, বিশেষ সময় যখন আসরের সালাত পড়া হয়।

প্রশ্নঃ সূরা আল হুমাযাহ্-এর অর্থ কী?
উত্তরঃ পরনিন্দাকারী।

প্রশ্নঃ সূরা আল ফীল’-এর অর্থ কী?
উত্তরঃ হাতি।

প্রশ্নঃ সূরা কুরাইশ’-এর অর্থ কী?
উত্তরঃ কুরাইশ গােত্র।

প্রশ্নঃ সূরা আল মাউন’-এর অর্থ কী?
উত্তরঃ নিত্য ব্যবহার্য গৃহস্থালির সরঞ্জামাদি।।

প্রশ্নঃ সূরা আল কাওসার’-এর অর্থ কী?
উত্তরঃ সুমিষ্ট পানীয়।

প্রশ্নঃ সূরা আল কাফিরূন-এর অর্থ কী?
উত্তরঃ অবিশ্বাসীগণ।

প্রশ্নঃ সূরা আল আরাফ’-এর অর্থ কী?
উত্তরঃ উঁচু স্থানসমূহ।

প্রশ্নঃ সূরা আনফাল’-এর অর্থ কী?
উত্তরঃ যুদ্ধলব্ধ ধনসম্পদ।

প্রশ্নঃ সূরা আত তাওবাহ’-এর অর্থ কী?
উত্তরঃ অনুশােচনা।

প্রশ্নঃ সূরা ইউনুস কোথায় অবতীর্ণ হয়?
উত্তরঃ মক্কায়।

প্রশ্নঃ সূরা হুদ’-এ আয়াত সংখ্যা কত?
উত্তরঃ ১২৩টি।

প্রশ্নঃ সূরা ইউসুফ মাক্কি না মাদানি?
উত্তরঃ মাক্কি।

প্রশ্নঃ সূরা আস সাজদাহ’-এর অর্থ কী?
উত্তরঃ সেজদা, অবনত হাওয়া।

প্রশ্নঃ সূরা আল আহযাব’-এর অর্থ কী?
উত্তরঃ মহাজোট।

প্রশ্নঃ রানি সাবার নামে কোন সূরার নামকরণ করা হয়?
উত্তরঃ সূরা সাবা।।

প্রশ্নঃ সূরা ফাতির’-এর অর্থ কী?
উত্তরঃ আদি স্রষ্টা।

প্রশ্নঃ সূরা ইয়াসীন’-এর আয়াত সংখ্যা কত?
উত্তরঃ ৮৩টি।।

প্রশ্নঃ সূরা সাফফাত’-এর অর্থ কী?
উত্তরঃ সারিবদ্ধভাবে দাঁড়ানাে।

প্রশ্নঃ সূরা সােয়াদ কত পারায় অবস্থিত?
উত্তরঃ ২৩ পারায়।

প্রশ্নঃ সূরা আয যুমার’-এর অর্থ কী?
উত্তরঃ দলবদ্ধ জনতা।

প্রশ্নঃ সূরা আল মুমিন’-এর অর্থ কী?
উত্তরঃ বিশ্বাসী।

প্রশ্নঃ সূরা হা-মীম’-এর অর্থ কী?
উত্তরঃ এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না।

প্রশ্নঃ সূরা আশ শূরা’-এর অর্থ কী?
উত্তরঃ পরামর্শ।

প্রশ্নঃ সূরা আয যুখরুফ’-এর অর্থ কী?
উত্তরঃ সােনাদানা।

প্রশ্নঃ সূরা আদ দুখান’-এর অর্থ কী?
উত্তরঃ ধোয়া।।

প্রশ্নঃ সূরা ‘জাসিয়া’-এর অর্থ কী?
উত্তরঃ নতজানু।

প্রশ্নঃ সূরা আল আহক্বাফ’-এর অর্থ কী?
উত্তরঃ বালুর পাহাড়।

প্রশ্নঃ সূরা মুহাম্মাদ’-এর অর্থ কী?
উত্তরঃ প্রশংসিত।

প্রশ্নঃ সূরা আল ফাতহ’-এর অর্থ কী?
উত্তরঃ বিজয় বা মক্কা বিজয়।

প্রশ্নঃ সূরা আল হুজুরাত’-এর অর্থ কী?
উত্তরঃ বাসগৃহসমূহ।

প্রশ্নঃ কুরআনের ধারাবাহিকতায় পঞ্চাশতম সূরার নাম কী?
উত্তরঃ সূরা ক্বাফ।

প্রশ্নঃ সূরা আল জিন’-এর অর্থ কী?
উত্তরঃ অদৃশ্য প্রাণী।

প্রশ্নঃ সূরা আল মুয্যাম্মিল’-এর অর্থ কী?
উত্তরঃ বস্ত্রাচ্ছাদনকারী ।

প্রশ্নঃ সূরা আল মুদ্দাসসির’-এর অর্থ কী?
উত্তরঃ পােশাক পরিহিত।

প্রশ্নঃ সূরা আল কিয়ামাহ্-এর অর্থ কী?
উত্তরঃ পুনরুত্থান।

প্রশ্নঃ সূরা আদ দাহর’-এর অর্থ কী?
উত্তরঃ যুগ।

প্রশ্নঃ সূরা আল মুরসালাত’-এর অর্থ কী?
উত্তরঃ প্রেরিত পুরুষগণ।

প্রশ্নঃ সূরা আন নাবা’-এর অর্থ কী?
উত্তরঃ মহাসংবাদ।।

প্রশ্নঃ সূরা আন নাযিআত’-এর অর্থ কী?
উত্তরঃ প্রচেষ্টাকারী।

প্রশ্নঃ সূরা আবাসা’-এর অর্থ কী?
উত্তরঃ তিনি ভ্রুকুটি করলেন।

প্রশ্নঃ সূরা আত তাকভীর-এর অর্থ কী?
উত্তরঃ অন্ধকারাচ্ছন্ন।

প্রশ্নঃ সূরা আল ইনফিতার-এর অর্থ কী?
উত্তরঃ বিদীর্ণ করা।

প্রশ্নঃ সূরা আল মুতাফফিফীন-এর অর্থ কী?
উত্তরঃ প্রতারণা করা।

প্রশ্নঃ সূরা আল ইনশিক্বাক’-এর অর্থ কী?
উত্তরঃ খণ্ড-বিখণ্ডকরণ।

প্রশ্নঃ সূরা আল বুরূজ’-এর অর্থ কী?
উত্তরঃ নক্ষত্রপুঞ্জ।

প্রশ্নঃ সূরা আত তারিক-এর অর্থ কী?
উত্তরঃ রাতের আগন্তুক।

প্রশ্নঃ সূরা আল আ’লা-এর অর্থ কী?
উত্তরঃ সর্বোন্নত।।

প্রশ্নঃ সূরা গাশিয়া’-এর অর্থ কী?
উত্তরঃ বিহ্বলকর ঘটনা।

প্রশ্নঃ সূরা আল ফাজ্‌র’-এর অর্থ কী?
উত্তরঃ ভােরবেলা।

প্রশ্নঃ সূরা আল বালাদ’-এর অর্থ কী?
উত্তরঃ নগর।

প্রশ্নঃ সূরা আন নাসর’-এর অর্থ কী?
উত্তরঃ স্বর্গীয় সাহায্য।

প্রশ্নঃ সূরা আল লাহাব’-এর অর্থ কী?
উত্তরঃ জ্বলন্ত অঙ্গার।

প্রশ্নঃ সূরা আল ইখলাস’-এর অর্থ কী?
উত্তরঃ একনিষ্ঠতা।

প্রশ্নঃ সূরা আল ফালাক’-এর অর্থ কী?
উত্তরঃ নিশিভাের।

প্রশ্নঃ সূরা আন নাস’-এর অর্থ কী?
উত্তরঃ মানবজাতি।

প্রশ্নঃ কোন সূরাকে কুরআনের মুকুট বলা হয়েছে?
উত্তরঃ সূরা আর রাহমানকে।

প্রশ্নঃ কোন সূরাকে কুরআনের সিংহাসন বলা হয়েছে?
উত্তরঃ সূরা বাকারাকে।

প্রশ্নঃ কোন সূরাকে কুরআনের জননী বলা হয়েছে?
উত্তরঃ সূরা ফাতিহাকে।

প্রশ্নঃ কুরাইশ গােত্রের নামে নামকরণ করা সূরাটির নাম কী?
উত্তরঃ সূরা কুরাইশ।

প্রশ্নঃ দোয়ার মাধ্যমে কোন সূরাগুলাে শেষ হয়েছে?
উত্তরঃ সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা ও সূরা আল মু’মিনূন।

প্রশ্নঃ মাদানি সূরায় কতটি সেজদা রয়েছে?
উত্তরঃ ৩টি সেজদা রয়েছে। সূরা হাজ্জে ২টি ও সূরা রা’দে ১টি।

প্রশ্নঃ কোন সূরাটি ঈসা (আ.)-এর একটি মুজেযার নামে নামকরণ করা হয়?
উত্তরঃ সূরা মায়িদা।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় প্রথম সেজদা পাওয়া যায়?
উত্তরঃ সূরা আ’রাফে।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কতটি সূরা হরফে মুকাত্‌তা’আত দ্বারা শুরু হয়েছে?
উত্তরঃ ২৯টি সূরা।

প্রশ্নঃ পবিত্র কুরআনের কতটি সূরায় ঐ সূরার নাম নেই?
উত্তরঃ ৩টি সূরায়। সূরা ফাতিহা, আম্বিয়া, ইখলাস।

প্রশ্নঃ সূরা তীন-এ আয়াত সংখ্যা কত?
উত্তরঃ ৮টি।

প্রশ্নঃ মুনাফেকদের আলােচনা কোন সূরাগুলােতে বেশি এসেছে?
উত্তরঃ মাদানি সূরাগুলােতে।

প্রশ্নঃ কোন সূরায় আল্লাহ তাআলা উদ্ভিদের নামে কসম করেছেন?
উত্তরঃ সূরা তীন।

2 thoughts on “ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর 2022 Updated পর্ব – 2”

Leave a Comment