ইসলামিক কোরআনের প্রশ্ন উত্তর 2022 *Updated* পর্ব – 1

আাজকে আমরা দেখবো কিছু ইসলামিক কোরআনের প্রশ্ন উত্তর সহ আরো অনেক জ্ঞান মূলক প্রশ্ন পাবেন। এখানে যা যা পাচ্ছেন:

ইসলামিক প্রশ্ন উত্তর,ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর,ইসলামিক কুইজ প্রশ্ন উত্তর,ইসলামিক প্রশ্ন ও উত্তর,ইসলামিক প্রশ্ন উত্তর বাংলা,ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,ইসলামী প্রশ্ন উত্তর,বাংলা ইসলামিক প্রশ্ন ও উত্তর কুইজ,বাংলা জিকে প্রশ্ন উত্তর,কুইজ প্রশ্ন উত্তর,বাংলা কুইজ প্রশ্ন উত্তর,ইসলামিক কুইজ প্রতিযোগিতা,ইসলামিক কুইজ,ইসলামিক কুইজের প্রশ্ন উত্তর সহ,ইসলামিক কুইজ প্রশ্ন উত্তর,ইসলামী প্রশ্ন উত্তর পর্ব,প্রশ্ন উত্তর,বাংলা প্রশ্ন উত্তর

Table of Contents

ইসলামিক প্রশ্ন উত্তর

হেরা গুহায় অবস্থানকালে রসূল (সাঃ) এর নিকট খাবার নিয়ে যেতেন কে…?

হযরত খাদিজা (রা.)।

আল কুরআনের অবতরণ সমাপ্ত হয় কখন?

১০ম হিজরির সফর মাসে।

আল কুরআন কত হিজরি পূর্বে নাযিল হয়?

আল কুরআন হিজরিপূর্ব ১৩ সনে (৬১০ খ্রিষ্টাব্দ) রমজান মাসে লাইলাতুল কদরে সর্বপ্রথম নাযিল হয়।

আল কুরআন কত হিজরি সনে অবতীর্ণ শেষ হয়?

হিজরি ১১ সনে (৬৩২ খ্রিষ্টাব্দ) সফর মাসে অবতীর্ণ শেষ হয়।

আল কুরআনের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত কোনটি?

সূরা আলাকের প্রথম ৫ আয়াত।

আল কুরআন আরবি ভাষায় নাযিল হওয়ার কারণ কী?

মহানবী (সাঃ)-এর ভাষা আরবি ছিল বিধায়।

কত বছর ধরে আল কুরআন নাযিল হয়?

সুদীর্ঘ ২৩ বছর ধরে।

আল কুরআনের বাণী রসূল -এর কাছে কে নিয়ে আসতেন?

হযরত জিবরাঈল (আ.)।

সম্পূর্ণ কুরআন কোন রাতে অবতীর্ণ হয়?

মহিমান্বিত কদরের রাতে।

সর্বপ্রথম কোন সূরা নাযিল হয়?

সূরা আল আলাক।

আল কুরআনের প্রথম পূর্ণাঙ্গ সূরা কোনটি?

সূরা আল ফাতিহা।

সর্বশেষ কোন সূরা নাযিল হয়?

সূরা আন নাসর।

প্রধান ওহী লেখক কে?

হযরত যায়েদ বিন সাবিত (রা.)।

আল কুরআনের উৎস কোনটি?

আল্লাহর পক্ষ থেকে ওহী।

ওহীর কোন পদ্ধতি রসূল (সাঃ)-এর জন্য কষ্টদায়ক ছিল?

ঘণ্টাধ্বনির মতাে করে যখন তার কাছে ওহী আসতাে।

হযরত জিবরাঈল (আ.) যে সাহাবীর আকৃতি ধারণ করে ওহী নিয়ে আসতেন তার নাম কী?

দাহইয়াতুল কালবী (রা.)।।

তাফসীর শব্দের অর্থ কী?

প্রকাশ করা, পরিষ্কারভাবে ব্যাখ্যা করা।

প্রথম মুফাসসির বলা হয় কাকে?

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে।

কুরআনে তাফসীর শব্দটি কতবার বর্ণিত হয়েছে?

একবার।

কোন প্রকারের তাফসীরকে কুরআনের সর্বোত্তম তাফসীর বলা হয়?

কুরআনের এক আয়াত দিয়ে অন্য আয়াতকে তাফসীর করা।

কোন ধরনের আয়াতকে মুহকাম বলা হয়?

যে সকল আয়াতের ব্যাখ্যা বা সম্ভাব্য ব্যাখ্যা জানা সম্ভব।

মুতাশাবিহ বলা হয় কোন ধরনের আয়াতকে?

চেষ্টা করেও যার ব্যাখ্যা জানা সম্ভব নয়।

মুতাশাবিহের কয়েকটি উদাহরণ দাও।

বিভিন্ন সূরার শুরুতে বিচ্ছিন্নভাবে যে সকল একক ও যুক্তাক্ষর রয়েছে যেমন- আলিফ-লাম-মিম, ইয়া-সীন, আলিফ লাম-ৰা।

মুতাশাবিহ কুরআনে থাকার উদ্দেশ্য কী?

এটি আল্লাহর পক্ষ থেকে অবিশ্বাসীর প্রতি একটি চ্যালেঞ্জ। এই অক্ষরগুলাে আরবী বর্ণমালার হওয়া সত্ত্বেও এর অর্থ কেউ জানে না।

মুতাশাবিহ সম্পর্কে মুমিনদের কী বিশ্বাস থাকা উচিত?

মুমিনরা বিশ্বাস করবে এগুলাে আল্লাহর পক্ষ থেকে। এর অর্থ আল্লাহই ভালাে জানেন।

মুসলিম জাতির পিতা কে? এ প্রসঙ্গে কুরআনের আয়াতের বিশ্লেষণ কোনটি?

ইবরাহীম (আ.) ‘মিল্লাতা আবিকুম ইবরাহীম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।

শানে নুযুল বলতে কী বুঝায়?

আল কুরআন নাযিলের প্রেক্ষাপটকে বুঝায়।

আল্লাহ মুদ্দাসসির বলতে কাকে বুঝিয়েছেন?

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে।

কুরআনে আয়াতগুলােকে তাফসীর করা না করার দিক থেকে কত প্রকার?

দুই প্রকার। যথা—১. মুহকাম; ২. মুতাশাবিহ।

আল কুরআনের মূল তাফসীর কোনটি?

আল কুরআন।

কুরআন কোন ধরনের ওহী?

ওহীয়ে মাতলু। অর্থাৎ এমন ওহী যা নামাযে পাঠ করা হয়।

আল্লাহ তাআলা ভূমিকে কীরূপে সৃষ্টি করেছেন?

বিছানার মতাে।

আল্লাহ তাআলা আকাশকে কীরূপে সৃষ্টি করেছেন?

ছাদস্বরূপ।

পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পাহাড়কে স্থাপন করার কথা কুরআনের কেথায় বলা হয়েছে?

সূরা নাহল-এর ১৫ নং আয়াতে।

সর্বপ্রথম কে কুরআনকে মাসহাফ নামে নামকরণ করেছেন?

আবু বকর আস-সিদ্দিক (রা.)।

আবু বকর (রা.) কার পরামর্শে কুরআন সংকলন করেন?

উমর (রা.)-এর।

উসমান (রা.) কয় সদস্যবিশিষ্ট কুরআন সংকলন বাের্ড গঠন করেন?

৪ সদস্যবিশিষ্ট।

জামিউল কুরআন কাকে বলা হয়?

হযরত উসমান (রা.)-কে।

কোন ঘটনার কারণে কুরআন সংকলনের প্রয়ােজনীয়তা ভীষণভাবে অনুভূত হয়?

ইয়ামামার যুদ্ধ।

ইয়ামামার যুদ্ধ কুরআন সংকলনে গুরুত্বপূর্ণ কেন?

কারণ এই যুদ্ধে অনেক হাফেজে কুরআন শাহাদাতবরণ করেন।

আবু বকর (রা.)-এর খিলাফতকালে কত বছর ধরে কুরআন সংকলনের কাজ চলে?

১ বছর।

রসূলুল্লাহ (সাঃ)-এর যুগে সবচেয়ে বয়স্ক ওহী লেখক কে ছিলেন?

হযরত যায়েদ বিন সাবিত (রা.)।

হযরত যায়েদ বিন সাবিত (রা.)-কে কতবার কুরআন সংকলনের কাজে নিয়ােগ দেওয়া হয়?

দুইবার।।

হিজরি কত শতাব্দীতে কুরানের হরকত ও নােকতা সংযােজন করা?

হিজরি কত শতাব্দীতে কুরানের হরকত ও নােকতা সংযােজন করা?

কত হিজরিতে সর্বপ্রথম কুরআনে হরকত সংযােজন করা হয়?

হিজরি ৭৫ সনে (৫৯৪ খ্রিষ্টাব্দে)।

হযরত উসমান (রা.) হিজরি কত সালে চূড়ান্তভাবে পূর্ণাঙ্গ আল কুরআন লিখিতরূপ দেন?

হিজরি ১২ সনে (৬৩৩ খ্রিষ্টাব্দে)।

কে সর্বপ্রথম আল কুরআনে হরকত সংযােজন করেন?

হাজ্জাজ বিন ইউসুফ সর্বপ্রথম আল কুরআনে হরকত (যের, যবর, পেশ) সংযােজন করেন।

আল কুরআনে কিয়াস সম্পর্কে আল্লাহ কী বলেছেন?

তােমরা গভীর চিন্তা-ভাবনা ও প্রজ্ঞা অবলম্বন করাে।

আল কুরআন পূর্ণাঙ্গভাবে প্রথম কে লিখিত রূপ দান করেন?

হযরত আবু বকর (রা.)।

মূল কুরআন কী রকম ছিল?

মূল কুরআনে অক্ষরের ওপরে বা নিচে কোনাে চিহ্ন ছিল না। অনারবদের পড়ার সুবিধার জন্য যের, যবর, পেশ, তাশদীদ ইত্যাদি চিহ্নের প্রচলন করা হয়।

প্রথম যুগে আল কুরআন কীভাবে সংরক্ষিত হয়?

মুখস্থ করে।

যারা আল কুরআন মুখস্থ করেন তাদেরকে কী বলে?

হাফেজ।

আল কুরআনের প্রামাণ্য পান্ডুলিপি পুনরায় লেখার দায়িত্ব কার ওপর অর্পিত হয়?

হযরত যায়েদ বিন সাবিত (রা.)-এর ওপর।

পুস্তকাকারে লিপিবদ্ধ কুরআন সর্বপ্রথম কার তত্ত্বাবধানে রাখা হয়?

হযরত আবু বকর (রা.)-এর তত্ত্বাবধানে।

খলিফা হযরত উমর (রা.) তাঁর জীবন সায়াহের পূর্বে আল কুরআনের পাণ্ডুলিপি কার কাছে রেখে যান?

হযরত হাফসা (রা.)-এর কাছে।

কার খিলাফতকালে প্রকৃত কুরআন মাজীদের আটটি কপি করা হয়?

হযরত উসমান (রা.)-এর।

সংরক্ষিত আল কুরআন প্রতিলিপি প্রচারের জন্য কোথায় কোথায় প্রেরণ করা হয়?

বিভিন্ন ইসলামী শাসন কেন্দ্রে।

বিশুদ্ধ কুরআন মাজীদ কার তত্ত্বাবধানে সংরক্ষিত হয়?

হযরত উসমান (রা.)-এর তত্ত্বাবধানে।

সর্বপ্রথম কে কুরআনকে একটি মাসহাফে একত্র করেন?

আবু বকর আস-সিদ্দিক (রা.)।

কোন লিপিতে কুরআন লিখিত হয়েছে?

উসমানী লিপিতে।

কুরআনে বিসমিল্লাহির রাহমানির রাহীম’ বাক্যটি কতবার এসেছে

১১৪ বার।

নবী’ শব্দটি কুরআনে কতবার বর্ণিত হয়েছে।

২৮ বার।।

রসূল’ শব্দটি কুরআনে কতবার উল্লিখিত হয়েছে?

৮৮ বার।

‘আননাস’ (মানুষ) শব্দটি কুরআনে কতবার এসেছে?

২২৪ বার।

কুরআনে ইসলাম’ শব্দটি কতবার এসেছে?

৫২ বার।

কুরআনে “কুরআন” শব্দটি কতবার উল্লিখিত হয়েছে?

৬৮ বার।

কুরআন শব্দের অর্থ কী?

পঠিত, জমা করা।

‘নিসা’ শব্দের অর্থ কী?

মহিলাগণ।

‘খিনঝির’ শব্দের অর্থ কী?

শূকর।

‘হাদিউন’ শব্দের অর্থ কী?

কুরবানির জন্তু।

নাখলা কী?

স্থানের নাম।

তালাক শব্দের অর্থ কী?

বিচ্ছিন্ন করা।

আয়াতে মুতাশাবিহাতের অর্থ কে জানেন?

মহান আল্লাহ।

কুরআনে মানসূখ আয়াত কয়টি?

৬৬টি।

কুফর শব্দের অর্থ কী?

অস্বীকার করা।

মুফলিহুন শব্দের অর্থ কী?

সাফল্য লাভকারীগণ।।

অবতীর্ণ হওয়ার দিক বিবেচনায় কুরআনের আয়াতসমূহ কয় প্রকার?

১২ প্রকার।

বারকুন-এর ব্যবহারিক অর্থ কী?

বিদ্যুৎ।

নাযিল অর্থ কী?

অবতীর্ণ হওয়া বা অবতরণ করা।

মকর অর্থ কী?

চক্রান্ত বা ষড়যন্ত্র।

আসহাবুস শিমাল অর্থ কী?

বামপন্থী লােকেরা বা পথভ্রষ্ট লােকেরা।

ইবলিস অর্থ কী?

অভিশপ্ত ও নিরাশ শয়তান।

আসহাবুল কাহাফ অর্থ কী?

গুহার সাথীরা, গুহার লােকেরা।

জান্নাত’ শব্দটি কুরআনে কতবার এসেছে?

৭০ বার।।

পানি শব্দটি কুরআনে কতবার এসেছে?

৫৯ বার।

মারইয়াম (আ.) কোন গাছ ধরে নাড়া দিয়েছিলেন?

খেজুর গাছ (সূরা মারইয়ামঃ আয়াত-২৫)।

“নাহ্’ল” বা মৌমাছি শব্দটি কুরআনে কতবার এসেছে?

একবার।

জারাদ’ বা ‘পঙ্গপাল’ শব্দটি কুরআনে কতবার এসেছে?

দুইবার।

হুদহুদ পাখির নামটি কুরআনে কতবার বর্ণিত হয়েছে?

একবার।

মশা (বা’ঊযাহ) শব্দটি কুরআনে কতবার উল্লিখিত হয়েছে?

একবার।

তাসমিয়াহ বা আল কুরআনের তাজ কী?

বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটাই তাসমিয়াহ বা আল কুরআনের তাজ।

আল কুরআনের হুরূফে মুকাত্তায়াত (বিচ্ছিন্ন বর্ণ) কয়টি?

১৪টি।

আয়াতুল কুরসি কোন সূরার কত নং আয়াত?

সূরা বাকারার ২৫৫ নং আয়াত।

কুরআনের কোন সূরায় বিসমিল্লাহ দু’বার আছে?

সূরা নামলে।

‘আন-নাজদাইন দ্বারা কী উদ্দেশ্য?

ভালাে পথ এবং খারাপ পথ।

কাবা অভ্যন্তরে কোন আয়াত নাযিল হয়?

সূরা নিসা, আয়াত ৫৮।

আল্লাহ ঘুমকে কী বলেছেন?

ক্লান্তি দূরকারী।

কুরআনে দিনকে কী বলে অভিহিত করা হয়েছে?

জীবিকা অন্বেষণের সময়।

আল কুরআনে মােট রুকু কতটি?

৫৪০টি।

আল কুরআনে মােট অক্ষর কতটি?

৩২৩৬৭১টি অথবা ৩৪৯৩৭০টি।

আল কুরআনে মােট ওয়াফ (বিরতি চিহ) কতটি?

৫০৫৮টি।

আল কুরআনে আল্লাহ শব্দটি মােট কত জায়গায় আছে?

২৫৮৪ জায়গায় আছে।

লা-ইলাহা-ইল্লাল্লাহ’ কুরআন মাজীদে মােট কত জায়গায় আছে?

২ জায়গায় আছে।

আল কুরআনে সেজদা কতটি?

১৪টি।

দারুল বাওয়ার কী?

জাহান্নাম।

“ইয়াসীন” নামটি কুরআনে কতবার এসেছে?

একবার।

জিবাল বা পাহাড় শব্দটি কুরআনে কতবার উল্লিখিত হয়েছে?

৩৩ বার।

কোন সূরায় কারুনের বর্ণনা রয়েছে?

সূরা কাসাস।

“ইনসান” শব্দটি কুরআনে কতবার উল্লিখিত হয়েছে?

৬৫ বার।

কুরআনে নুজুম” (তারকাসমূহ) শব্দটি কতবার এসেছে?

৯ বার।

“আল আইন” (চক্ষু) শব্দটি কুরআনে কতবার এসেছে?

একবার।

কোন সূরায় নবী (সাঃ) -এর স্ত্রীগণকে “উম্মাহাতুল মুমিনীন” বা “বিশ্বাসাগলেন মা” বলে ঘােষণা দেওয়া হয়েছে?

সূরা আহযাব-এ।

পবিত্র কুরআনে বর্ণিত একমাত্র কুনিয়ত কোনটি?

আবু লাহাব। যার আসল নাম আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব।

কোন রাত্রির নাম ধারাবাহিকভাবে তিনটি আয়াতে রয়েছে?

লাইলাতুল কদর।

কোন সূরায় পাঁচটি গায়েবের কথা উল্লেখ করা হয়েছে?

সূরা লােকমান (৩৪ নং আয়াত)।

পবিত্র কুরআনে সর্বাধিক ব্যবহৃত ২টি হরফ কী কী?

আলিফ এবং লাম।

পবিত্র কুরআনে কতবার ব্যাঙের উল্লেখ রয়েছে?

১ বার। সূরা আরাফ (১৩৩ নং আয়াত)

আল্লাহর গুণবাচক নাম “আল ওয়াদূদ” কুরআনে কতবার উল্লিখিত হয়েছে?

একবার (সূরা বুরূজ)।

“উম্মুল কুরআন” শব্দটি কুরআনে কতবার বর্ণিত হয়েছে?

তিনবার।

আল কুরআনে আল্লাহর গুণবাচক নাম “আস-সালাম” কতবার এসেছে?

একবার।

কুরআনের কোন সূরার কত নং আয়াতে আল্লাহ তাআলা কুরআনকে “হাবলুল্লাহ” বা আল্লাহর রশি বলে আখ্যায়িত করেছেন?

সূরা আলে ইমরান-এর ১০৩ নং আয়াত।

আল কুরআনে আল্লাহর সিফাতী নাম “আর-রহীম” শব্দটি কতবার এসেছে?

১১৪ বার।

কুরআনে “শাহর” (মাস) শব্দটি কতবার উল্লিখিত হয়েছে?

১২ বার।

কুরআনে “কাফেরীন” (কাফেরগণ) শব্দটি কতবার এসেছে?

১২৯ বার।

কুরআনে কতবার “ওয়াজহ” বা চেহারার কথা এসেছে?

৭১ বার।

কুরআনুল কারীমে যায়তুন’ শব্দটি কতবার উল্লিখিত হয়েছে?

৪ বার।

আল্লাহ তাআলার গুণবাচক নাম “আর রহমান কুরআনে কতবার উল্লেখ করা হয়েছে?

৫৭ বার।

কোন সূরার প্রতিটি আয়াত শেষ হয়েছে হা বর্ণ দ্বারা?

সূরা হুমাযাহ।

যে রাতে আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন সেই রাতটিকে আল্লাহ তাআলা কয়টি গুণে গুণান্বিত করেছেন এবং কী কী?

দুটি; ১. লাইলাতুম মুবারাকাহ; ২. লাইলাতুল কদর।

“আল-জামি’আহ” নামে কোন সূরাটি পরিচিত?

সূরাতুশ শু’আরা।

কোন দুটি সূরা ঘুমানাের পূর্বে পাঠ করা মুস্তাহাব?

সূরা ফালাক ও সূরা নাস।

কুরআনের পারা কয়টি?

৩০ পারা।

আল কুরআনে মােট কয়টি সূরা আছে?

১১৪টি।

আল কুরআনে মােট কতটি আয়াত আছে?

৬৬৬৬টি (প্রচলিত মতে), ৬২৩৬টি (বিশুদ্ধ মতে)।

বিসমিল্লাসহ আল কুরআনের আয়াত সংখ্যা কতটি?

ছয় হাজার তিনশত উনপঞ্চাশটি (৬৩৪৯)।

মাক্কি ও মাদানির সূরা কতটি?

মাক্কি ৮৬টি, মাদানি ২৮টি।

মাক্কি ও মাদানি সূরার আয়াত কতটি?

মাক্কি ৪৬০২টি এবং মাদানি ১৬৩৪টি।

মক্কা ও মদিনায় সূরা অবতীর্ণের সময় কত?

মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর।

আল কুরআনের মঞ্জিল কতটি?

৭টি।

সূরা আল বাকারায় কতটি আয়াত ও রুকু আছে?

২৮৬টি আয়াত ও ৪০টি রুকু আছে।

কুরআন মাজীদের যেসব আয়াতের ভাবার্থ আল্লাহ ছাড়া কেউ বােঝে না বা বােঝা সম্ভব নয়, আল কুরআনের ভাষায় সেসব আয়াতকে কী বলা হয়?

মুতাশাবিহাত আয়াত।

কোন সূরা “বা” হরফ দ্বারা শুরু হয়েছে?

সূরা তাওবাহ।

কাবা’ নামটি কুরআনে কতবার উল্লেখ রয়েছে?

দুইবার।

কোন দুটি সূরায় আল্লাহ তাআলা আকাশের নামে কসম করেছেন?

সূরা বুরূজ ও সূরা তারি।

কুরআনের কয়টি সুরা প্রশ্ন দ্বারা শুরু হয়েছে এবং সেগুলাে কী কী?

৬টি। যথা-
১. সূরা নাবা,
২. সূরা গাশিয়াহ,
৩. সূরা ইনশিরাহ
৪. সূরা ফীল
৫. সূরা মাউন,
৬, সূরা ইনসান।

যুহর’ শব্দটি কুরআনে কতবার এসেছে

৩ বার।

‘আল হাজ্জ’ শব্দটি কুরআনে কতবার এসেছে?

১১ বার।

মিশর’ শব্দটি কুরআনে কতবার উল্লিখিত হয়েছে?

৫ বার।

কুরআনে কোন খনিজ দ্রব্যের কথা বেশি উল্লেখ রয়েছে?

স্বর্ণ (যাহাব)।

আল ইয়ামীন’ শব্দটি কুরআনে কতবার উল্লিখিত হয়েছে?

১৫ বার।

হারুত ও মারূত ফেরেশতাদ্বয়ের নাম কুরআনে কতবার এসেছে?

একবার। (সূরা বাকারা, আয়াত-১০২)।

কুরআনে আল মুত্তাকীন’ শব্দটি কতবার এসেছে?

৪৩ বার।।

কুরআনের শততম সূরা কোনটি?

সূরা আদিয়াত।

সূরা কাওসার’-এ কতটি শব্দ রয়েছে?

১০টি।

সূরা ইখলাস’-এ কতটি শব্দ রয়েছে?

১৫টি।

কয়টি সূরা চারটি করে হরফ দ্বারা শুরু হয়েছে?

১৩টি।

পাঁচটি হরফ দ্বারা শুরু হয়েছে এমন সূরা কতটি?

২টি।

কুরআনুল কারীমে আশ-শাহীদ’ শব্দটি কতবার উল্লিখিত হয়েছে?

১৮ বার।

কুরআনে কতবার সূর্যের কথা উল্লিখিত হয়েছে?

৩২ বার।

কুরআনে নিসা (নারীগণ) শব্দটি কতবার উল্লিখিত হয়েছে?

৩৮ বার।

একমাত্র কোন নারীকে কুরআনে “সিদ্দিকা” বা “সত্যবাদিনী” গুণে গুণান্বিত করে উল্লেখ করা হয়েছে?

মারইয়াম (আ.)-কে।

আলফ বা এক হাজার সংখ্যাটি কুরআনের কোন সূরায় তিনবার উল্লেখ রয়েছে?

সূরা আনফাল।

আল্লাহর গুণবাচক নাম আল মুমিন কুরআনে কতবার উল্লিখিত হয়েছে

একবার (সূরা হাশর-এ)।

আল্লাহর গুণবাচক নাম ‘আল জাব্বার কুরআনে কতবার উল্লিখিত হয়েছে

একবার (সূরা হাশর-এ)।

আল্লাহর গুণবাচক নাম ‘আল খালিক’ কুরআনে কতবার বর্ণিত হয়েছে?

আল্লাহর গুণবাচক নাম ‘আল খালিক’ কুরআনে কতবার বর্ণিত হয়েছে?

আল্লাহর গুণবাচক নাম ‘আল খালিক’ কুরআনে কতবার বর্ণিত হয়েছে?

৫ বার।

কুরআনে কতবার আল্লাহর গুণবাচক নাম ‘আল-কাবীর’ উল্লিখিত হয়েছে?

৫ বার।

আল্লাহ তাআলার গুণবাচক নাম আল মুহায়মিন’ কর কুরআনে উল্লিখিত হয়েছে?

একবার (সূরা হাশর-এ)।

আল্লাহ তাআলার গুণবাচক নাম ‘আর রাযযাক’ শব্দটি কুরআনে কতবার এসেছে?

একবার (সূরা আয যারিয়াত-এ)।

‘আল বারী’ নামক আল্লাহর সিফাতি নামটি কুরআনে কতবার উল্লিখিত হয়েছে?

একবার (সূরা হাশর-এ)।

মঞ্জিল-১-এ কয়টি সূরা ও কত কত?

৩টি। যথা- ২-৪।

মঞ্জিল-২-এ কয়টি সূরা ও কত কত?

৫টি। যথা- ৫-৯।

মঞ্জিল-৩-এ কয়টি সূরা ও কত কত?

৭টি। যথা- ১০-১৬।

মঞ্জিল-৪-এ কয়টি সূরা ও কত কত?

৯টি। যথা- ১৭-২৫।

মঞ্জিল-৫-এ কয়টি সূরা ও কত কত?

১১টি। যথা- ২৬-৩৬।

মঞ্জিল-৬-এ কয়টি সূরা ও কত কত?

১৩টি। যথা- ৩৭-৪৯।

মঞ্জিল-৭-এ কয়টি সূরা ও কত কত?

৬৫টি। যথা- ৫০-১১৪।

কোন আয়াতে সবগুলাে আরবী অ্যালফাবেট পাওয়া যায়?

সূরা ফাতহ, আয়াত-২৯।

আন নাস (মানুষ) শব্দটি কুরআনে কতবার এসেছে?

২২৪ বার।

কুরআনে ইসলাম’ শব্দটি কতবার এসেছে?

৫২ বার।

কুরআনে কতবার আল্লাহর গুণবাচক নাম ‘আল-কাবীর’ উল্লিখিত হয়েছে?

৫ বার।

কোন সূরার একটি আয়াত একটি পশুর নাম দিয়ে শেষ হয়েছে?

সূরা ফীল’-এর প্রথম আয়াত।

সাইয়েদা মারইয়াম (আ.)-এর কথা কয়টি সূরাতে উল্লিখিত হয়েছে?

১২টি।

কোন সূরায় কলা (ফল)-এর কথা উল্লিখিত হয়েছে?

সূরা ওয়াকি’আহ-এর ২৯ নং আয়াতে।

কুরআনে মুহাম্মদ (সাঃ) -এর নামটি কতবার এসেছে?

৪ বার।।

সর্বাধিক আহকাম বর্ণিত হয়েছে কোন সূরায়?

সূরা আল বাকারায়।

আল কুরআনের দ্বিতীয় বৃহত্তম সূরা কোনটি?

সূরা আলে ইমরান।

কেবলা পরিবর্তনসংক্রান্ত আয়াত কোন সূরায় বর্ণিত হয়েছে?

সূরা বাকারায়।

হারুত ও মারূত ফেরেশতাদ্বয়ের ঘটনা বর্ণিত হয়েছে কোন সূরায়?

সূরা বাকারায়।

পবিত্র কুরআনের কোন সূরা হযরত উমর (রা.)-এর ইসলাম গ্রহণের কারণ ছিল?

সূরা ত্বাহা।

কিসাসের বিধান কোন সূরায় উল্লেখ করা হয়েছে?

সূরা বাকারায়।

সূরা তাওবায় তাওবা কবুলকারী কয়জন সাহাবীর কথা বলা হয়েছে?

৩ জন।

সূরা লােকমানে লােকমান (আ.) তার ছেলেকে কয়টি উপদেশ দিয়েছেন?

১২টি।

কোন সূরার অপর নাম সূরা আশ-শারিয়াহ?

আল জাসিয়া।।

আল কুরআনের অন্তর বলা হয় কোন সূরাকে?

সূরা ইয়াসীনকে।

আল কুরআনে কয়টি শহরের কথা উল্লেখ করা হয়েছে?

৭টি।

কোন সূরাকে কুরআনের সারমর্ম বলা হয়?

সূরা ফাতিহা।।

পবিত্র কুরআনের কোন সূরায় মিরাসের বিধান রয়েছে?

সূরা নিসা।

তাসবীহ দিয়ে কয়টি সূরা শুরু হয়েছে?

৬টি।

হামদ দিয়ে কয়টি সূরা শুরু হয়েছে?

৫টি।

প্রশ্ন দিয়ে কয়টি সূরা শুরু হয়েছে?

৬টি।

হুদ (আ.) কোন জাতিগােষ্ঠীর লােক ছিলেন?

আরবি।

প্রশ্নবােধক হরফ দ্বারা শুরু হওয়া কুরআনের সর্বশেষ সূরা কোনটি?

সূরা মাউন।

কোন সূরাটি ‘সূরাতুদ-দীন’ নামে পরিচিত?

সূরা মাউন।

সূরা হাওয়ারিয়্যীন কোন সূরার অপর নাম?

সূরা সফ।

মুআওইয়িযাতানি বলতে কোন দুটি সূরাকে বুঝানাে হয়?

সূরা ফালাক ও সূরা নাস।

তাসবীহ দ্বারা শুরু হওয়া কুরআনের সর্বশেষ সূরা কোনটি?

সূরা আলা।।

কোন সূরাটির মতাে কোনাে সূরা তাওরাত এবং ইনজিলে অবতীর্ণ হয়নি?

সূরা ফাতিহা।

সূরা সুলায়মান কোন সূরার অপর নাম?

সূরা নামূল-এর।

কোন সূরা বাড়িতে তিলাওয়াত করা হলে বাড়ি থেকে শয়তান বের হয়ে যায়?

সূরা বাকারা।

‘আল মুযযাম্মিল’ শব্দের অর্থ কী?

রাতে চাদর গায়ে দিয়ে ঘুমন্ত ব্যক্তি।

একপ্রকার খনিজ দ্রব্যের নামে কোন সূরার নাম রাখা হয়েছে?

সূরা হাদীদ (লােহা)।

কুরআনের কোন সূরাটি সর্বপ্রথম পূর্ণাঙ্গভাবে অবতীর্ণ হয়?

সূরা মুদ্দাসির।

কুরআনের সূরাসমূহের ক্রমবিন্যাস কে ঠিক করে দিয়েছেন?

আল্লাহ তাআলা।

আস-সাবিগাহ কোন সূরার অপর নাম?

সূরা ইউনুস।

সূরা গাফির কোন সূরার অপর নাম?

সূরা মু’মিন।

কোন সূরাটি সূরাতুস সা’আরাহ নামে পরিচিত?

সূরা আবাসা।

কোন সূরার উপাধি কুব্বাতুল ইসলাম?

সূরা বাকারা।।

Leave a Comment