একক কাকে বলে? বিস্তারিত…

একক কাকে বলে: আজকে আমরা জানবো একক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

একক কাকে বলে
একক কাকে বলে

একক কাকে বলে?

যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে, পরিমাপের একক বলা হয়।

Also Read: পরিমাপ কাকে বলে

একক কত প্রকার কি কি?

একক যথাক্রমে তিন প্রকার এর –

  1. মৌলিক একক
  2. যৌগিক একক বা লব্ধ একক
  3. ব্যাবহারিক একক

মৌলিক একক কাকে বলে ?

যে একক স্বাধীন এবং অন্য কোনো একক এর ওপর নির্ভর করে না তাকে মৌলিক একক বলে ।

উদাহরণ – দৈর্ঘ্য, সময় ও সময় এই তিনটি রাশির একক হল মৌলিক একক । কারণ এই তিনটি রাশি পরস্পরের ওপর নির্ভরশীল নয় ।

যৌগিক একক কাকে বলে ?

যে সকল একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে।

ব্যাবহারিক একক কাকে বলে ?

কোনো কোনো মৌলিক একক খুব বড় বা ছোট হওয়ার ব্যাবহারিক কাজে তাদের উপগুনিতক বা গুণিতককে একক হিসেবে ব্যাবহার করা হয়, একেই ব্যাবহারিক একক বলে।

এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় কেন?

বৃহত্তর কোনো কিছু পরিমাপ করার জন্য এককের গুণিতক প্রয়োজন হয়। যেমন- ঢাকা থেকে সিলেটের দূরত্ব মাপার ক্ষেত্রে আমরা কিলোমিটার একক ব্যবহার করি।

কেননা ২৭০ কিলোমিটার দূরত্বকে ভগ্নাংশ এককে অর্থাৎ সেন্টিমিটার বা মিলিমিটার এ প্রকাশ করলে লিখতে হয় ২৭০০০০০০ সেন্টিমিটার বা ২৭০০০০০০০ মিলিমিটার। এক্ষেত্রে হিসাব বড় মনে হয়।

আবার ক্ষুদ্রতর কোনো কিছু পরিমাপ করার জন্য এককের ভগ্নাংশ ব্যবহার সুবিধাজনক। যেমন- পেন্সিলের দৈর্ঘ্য বা পয়সার পুরুত্ব মাপতে এককের ভগ্নাংশ সেন্টিমিটার বা মিলিমিটার ব্যবহার করা হয়।

একক প্রকাশের পদ্ধতি

  • CGS মেট্রিক পদ্ধতি
  • FPS বা ব্রিটিশ পদ্ধতি
  • SI আন্তর্জাতিক পদ্ধতি

তো আজকে আমরা দেখলাম যে একক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment