ক্যাটায়ন কাকে বলে: আজকে আমরা জানবো ক্যাটায়ন কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
ক্যাটায়ন কাকে বলে?
যখন পরমাণুতে ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন থাকে এবং ইতিবাচকভাবে চার্জ হয় তাকে ক্যাটায়ন বলে।
অর্থাৎ তারা এক বা একাধিক ইলেকট্রন হারাবে এবং কোনও প্রোটন হারাবে না। অতএব তারা নেট পজিটিভ চার্জের অধিকারী। ক্যাটায়ন এর উদাহরণ হল ক্যালসিয়াম (Ca2+), পটাসিয়াম (K+). ক্যাটায়নঃ ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে।
Also Read: ঘূর্ণন গতি কাকে বলে?