ক্ষমতা কাকে বলে: আজকে আমরা জানবো ক্ষমতা কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
ক্ষমতা কাকে বলে,ক্ষমতার সূত্র, ক্ষমতার একক,ক্ষমতার মাত্রা
ক্ষমতা কাকে বলে?
- কোনো ব্যক্তি বা যন্ত্রের দ্বারা একক সময়ে কার্য করাকে তার ক্ষমতা বলে।
- কার্য করার হারকে ক্ষমতা বলে।
- কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে।
- একক সময়ে কার্য করাকে ক্ষমতা বলা হয়।
- সময়ের সাপেক্ষে কার্য করাকে ক্ষমতা বলে।
ক্ষমতার একক
ক্ষমতার পরম একক
- SI পদ্ধতিতে ক্ষমতার পরম একক ওয়াট (W) যা জুল / সেকেন্ড
- CGS পদ্ধতিতে ক্ষমতার পরম একক আর্গ / সেকেন্ড
ক্ষমতার অভিকর্ষীয় একক
- CGS পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক গ্রাম সেন্টিমিটার / সেকেন্ড
- SI পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক কিলোগ্রাম মিটার / সেকেন্ড
Also Read: নক্ষত্র কাকে বলে
ক্ষমতার সূত্র
একক সময়ের কৃতকাজ দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়। কোন ব্যক্তি t সময়ে W পরিমাণ কাজ সম্পাদন করলে ক্ষমতা P = w/t
Some FAQ:
ক্ষমতার মাত্রা কি?
ক্ষমতার মাত্রা হলো [ML2T−3]
তো আজকে আমরা দেখলাম যে ক্ষমতা কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!