খাদ্যজাল ও খাদ্য শৃংখল এর মধ্যে পার্থক্য কি?

খাদ্যজাল ও খাদ্য শৃংখল এর মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো খাদ্যজাল ও খাদ্য শৃংখল এর মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

খাদ্যজাল ও খাদ্য শৃংখল এর মধ্যে পার্থক্য কি

খাদ্যজাল ও খাদ্য শৃংখল এর মধ্যে পার্থক্য কি?

খাদ্য শৃঙ্খলখাদ্য জাল
সূর্যশক্তি খাদ্যের মাধ্যমে এক জীব হতে অপর জীবে স্থানান্তরের ফলে যে শৃঙ্খল গঠিত হয় তাকে খাদ্যশৃঙ্খল বলে।একটি নির্দিষ্ট পরিবেশে খাদ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা একাধিক খাদ্যশৃঙ্খলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে যে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে তাকে খাদ্যজাল বলে।
খাদ্যশৃঙ্খল একটি পরিবেশে কয়েকটি খাদ্যশৃঙ্খল থাকতে পারে।একটি পরিবেশে একটি খাদ্যজাল থাকে।
খাদ্যশৃঙ্খল বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাকে প্রকাশ করে।খাদ্যজাল বিভিন্ন খাদ্যশৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে।
খাদ্যশৃঙ্খলে খাদক উৎপাদক, বিয়োজক একসঙ্গে নাও থাকতে পারে।খাদ্যজালে খাদক, উৎপাদক, বিয়োজক এক সঙ্গে থাকে।
সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু।খাদ্যজালের শুরুর উপাদানটি নির্দিষ্ট নয়।
খাদ্য শৃঙ্খল হলো খাদ্য ও খাদকের সম্পর্ক।খাদ্য জাল হলো অনেকগুলো খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক।
খাদ্য শৃঙ্খলে দুই বা ততোধিক খাদ্য থাকে।খাদ্য জালে বহুসংখ্যক খাদ্য থাকে।
খাদ্য শৃঙ্খলে দুই বা ততোধিক খাদক থাকে।খাদ্য জালে বহুসংখ্যক খাদক থাকে।
খাদ্য শৃঙ্খল খাদ্য জালের অন্তর্ভুক্ত।খাদ্য জাল খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত নয়।
একটি পরিবেশে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে।একটি পরিবেশে একটি মাত্র খাদ্য জার থাকে।
খাদ্যজাল ও খাদ্য শৃংখল এর মধ্যে পার্থক্য

খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক পাঁচটি বাক্যে লেখ?

খাদ্য শৃঙ্খল হলো জীবজগতে বিদ্যমান খাদ্য – কাদক সম্পর্ক। অপরদিকে, কতগুলো খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় খাদ্য জাল। খাদ্য শৃঙ্খলগুলোর কতগুলো সাধারণ খাদ্য বা খাদক থাকে, যার মাধ্যমে একটি কাদ্য শৃঙ্খল অপরটির সাথে যুক্ত থাকে। আবার বিভিন্ন কাজকর্ম ও দেহের জৈবিক ক্রিয়া সম্পন্ন করার জন্য প্রাণীদের দেহে শক্তির দরকার হয়। ক্রিয়া সম্পন্ন করার জন্য প্রাণীদের দেহে শক্তির দরকার হয়। এজন্য সকল প্রানী বেঁচের থাকার জন্য শক্তির প্রয়োজন হয়।

তো আজকে আমরা দেখলাম যে খাদ্যজাল ও খাদ্য শৃংখল এর মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment