গতি কাকে বলে?

গতি কাকে বলে: আজকে আমরা জানবো গতি কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

গতি কাকে বলে
গতি কাকে বলে

গতি কাকে বলে?

সময়ের সাথে যদি কোনো ব্যাক্তি বা বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে গতি বলে।

OR: একক সময়ে কোনো বস্তুর সরণ কে ওই বস্তুর গতি বলা হয়।

OR: “পারিপার্শ্বিক নির্দেশতন্ত্রের সাপেক্ষে সময় পরিবর্তন এর সঙ্গে সঙ্গে কোনো বস্তু স্থান পরিবর্তন করলে, ওই বস্তুর অবস্থাকে গতি বলে”।

OR: সময়ের সাথে যখন কোন বস্তু তার নিজ অবস্থানের পরিবর্তন ঘটায় তখন বস্তুটির এ অবস্থাকে গতি বলে। অর্থাৎ একটি গতিশীল বস্তু যে গুণের কারণে গতিশীল থাকে বা থাকতে চায় তাকে গতি বলে।

OR: সময়ের সাপেক্ষে যদি কোন পারিপার্শ্বিক বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে গতিশীল অবস্থা বলে আর এই অবস্থায় বস্তুটি অপরিবর্তনীয় থাকাকে গতি বলা হয়।

Also Read: তথ্য ও উপাত্ত কাকে বলে

তো আজকে আমরা দেখলাম যে গতি কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment