গুন কাকে বলে: আজকে আমরা জানবো গুন কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
গুন কাকে বলে?
যে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এবং সংক্ষিপ্ত উপায় গাণিতিক সমাধান করা হয় তাকে গুণ বলে।
যোগের সংক্ষিপ্ত রূপ বা নিয়মকে গুণ (Multiplication) বলে।
Also Read: Single Digit সুদ হার কাকে বলে
গুণ করার নিয়ম
এক অঙ্কবিশিষ্ট গুণকের ক্ষেত্রে গুণক দ্বারা গুণ্যের সকল অঙ্ককে গুণ করে গুণফল পাওয়া যায়। একাধিক অঙ্কের গুণকের প্রতিটি অঙ্কের স্থানীয় মান দ্বারা গুণ্যকে গুণ করে গুণফলগুলো যোগ করা হয়। এ যোগফলই নির্ণেয় গুণফল।
গুণ করার সহজ পদ্ধতি
- দুইটি সংখ্যা গুণের ক্ষেত্রে ছোটটিকে গুণক ধরলে গুণ করা সহজ হয়।
- গুণকের কোনো অঙ্ক ০ থাকলে তা দ্বারা গুণ্যকে গুণ না করে অন্য অঙ্কগুলোর স্থানীয় মান দ্বারা গুণ করে গুণফলগুলো যোগ করলে গুণফল নির্ণয় সহজ হয়।
- গুণ্য বা গুণক বা উভয়ের ডানে এক বা একাধিক অঙ্ক শূন্য হলে সেক্ষেত্রে গুণ করা সহজ হয়।
গাণিতিক গুণ এ ব্যবহৃত চিহ্ন বা প্রতীক
- বইয়ের ভাষায় গুণ চিহ্ন কে (x) বা আড়াআড়ি ক্রস দ্বারা প্রকাশ করা হয়।
- প্রোগ্রামিং ভাষা গুণ চিহ্ন কে (*) বা এস্টারিক্স দ্বারা প্রকাশ করা হয়।
- ইংরেজি ভাষায় গুণ চিহ্ন কে (.) বা ডট দ্বারা প্রকাশ করা হয়।
তো আজকে আমরা দেখলাম যে গুন কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!