জনন কোষ কাকে বলে?

জনন কোষ কাকে বলে: আজকে আমরা জানবো জনন কোষ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

জনন কোষ কাকে বলে
জনন কোষ কাকে বলে

জনন কোষ কাকে বলে?

যে সকল কোষ যৌ*ন মিলনের মাধ্যমে বংশগতির দ্বারা অব্যাহত রাখে তাকে জনন কোষ বলে।

অথবা: যেসব কোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে জনন কাজে অংশ গ্রহণের জন্য গ্যামেট সৃষ্টি করে তাদের জনন কোষ বলে।

হুকোষী জীবের যে সকল কোষ শুধু জনন কাজে অংশ গ্রহণ করে, সেগুলোকে জনন কোষ বলে। জনন কোষ দুই প্রকার, যথা- শুক্রানু ও ডিম্বানু। এরা মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে শুক্রাণু মাত্রকোষ ও ডিম্বানু মাতৃকোষ হতে সৃষ্টি হয়।

পরাগধানীতে পরাগমাতৃকোষ এবং প্রাণীর ওভারির ডিম্বমাতৃকোষ ও টেস্টিসের শুক্রমাতৃকোষ জনন কোষের উদাহরণ।

Also Read: অ্যারোমেটিক যৌগ কাকে বলে

তো আজকে আমরা দেখলাম যে জনন কোষ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment