জ্যামিতি কাকে বলে? | জ্যামিতি কত প্রকার ও কি কি?

জ্যামিতি কাকে বলে: আজকে আমরা জানবো জ্যামিতি কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

জ্যামিতি কাকে বলে,জ্যামিতি কত প্রকার ও কি কি
জ্যামিতি কাকে বলে

জ্যামিতি কাকে বলে.জ্যামিতি কত প্রকার ও কি কি

জ্যামিতি কাকে বলে?

যে শাখায় ভূমি বা স্থানের পরিমাপ সম্পর্কে বিশদ আলােচনা করা হয়, তাকে জ্যামিতি বলে।

জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। অতএব, জ্যামিতি শাস্ত্রের আভিধানিক অর্থ হল ভূমির পরিমাপ বা জরিপ। গণিতবিদ্যার যে শাখায় ভূমি বা স্থানের পরিমাপ সম্পর্কে বিশদ আলােচনা করা হয়, তাকে জ্যামিতি বলে। জ্যামিতির ইংরেজি প্রতিশব্দ হলাে Geometry।

Also Read: ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে

জ্যামিতি কত প্রকার ও কি কি?

ব্যবহার ভেদে জ্যামিতিকে দুইভাগে ভাগ করা যায়।

যথা :

  1. ব্যবহারিক জ্যামিতি
  2. তাত্ত্বিক জ্যামিতি

ব্যবহারিক জ্যামিতি

জ্যামিতি শস্ত্রের যে শাখা পাঠ করলে বিন্দু, বস্তু, স্থান, রেখা, কোণ, ক্ষেত্র, তল প্রভৃতি অঙ্কন করার পদ্ধতি হাতে কলমে শেখা যায়তাকে ব্যবহারিক জ্যামিতি বলে।

তাত্ত্বিক জ্যামিতি

জ্যামিতি শাস্ত্রের যে শাখা পাঠ করলে জ্যামিতিক উপাত্তগুলােকে সত্য বলে প্রমাণ করা যায় এবং তা থেকে যুক্তি তর্ক ও তত্ত্বের সাহায্যে নতুন কোন সিদ্ধান্তে আসা যায় তাকে তাত্ত্বিক জ্যামিতি বলে।

Also Read: মাটি কাকে বলে

তো আজকে আমরা দেখলাম যে জ্যামিতি কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment