তথ্য কাকে বলে? | তথ্য কাকে বলে বাংলায়

তথ্য কাকে বলে: আজকে আমরা জানবো তথ্য কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

তথ্য কাকে বলে,তথ্য কাকে বলে বাংলায়
তথ্য কাকে বলে

তথ্য কাকে বলে?

সংগৃহীত ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের পর প্রয়োজন মত সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বা ইনফরমেশন বলা হয়।

OR: এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। অর্থাৎ তথ্য একটি সমন্বিত ধারণা। যা সরাসরি ব্যবহার করা যায়।

OR: পরিসংখ্যানের ভাষায় সুশৃঙ্খল বিন্যস্ত উপাত্তের সমষ্টিকে তথ্য বলে যা বিশ্লেষণ করে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

OR: বিভিন্ন উপাত্ত প্রক্রিয়াজাতকরণ, পরিচালন, সংঘবদ্ধকরণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে তথ্য হিসেবে বিবেচনা করা হয় যা মানুষের মস্তিষ্কে প্রেরণ করা হলে তার জ্ঞান বৃদ্ধি পায়।

Also Read: লসাগু কাকে বলে

OR: ডেটাকে (Data) প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ অবস্থায় পাওয়া যায়, তাকে তথ্য (Information) বলে। তথ্য হল প্রক্রিয়াকরণের পরের অবস্থা, যা আউটপুট হিসেবে ব্যবহৃত হয়।

তো আজকে আমরা দেখলাম যে তথ্য কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment