ত্বরণ কাকে বলে? | ত্বরণের একক কি? | ত্বরণ কত প্রকার?

ত্বরণ কাকে বলে: আজকে আমরা জানবো ত্বরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

ত্বরণ কাকে বলে,ত্বরণের একক কি,ত্বরণ কত প্রকার
ত্বরণ কাকে বলে

ত্বরণ কাকে বলে?

সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।

অথবা: সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণকে সাধারনত a দ্বারা প্রকাশ করে।

অথবা: কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে, তখন সময়ের সাথে ওই বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।

অথবা: কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে, একক সময়ে বেগের বৃদ্ধিকেই ত্বরণ বলা হয়।

অথবা: সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়।

Also Read: Noun কাকে বলে

ত্বরণের একক কি?

  • C.G.S পদ্ধতিতে ত্বরণের একক – সেন্টিমিটার প্রতি বর্গ সেকেন্ড (cm/s2)
  • FPS পদ্ধতিতে ত্বরণের একক – ফুট/ সেকেন্ড2
  • এম কে এস (MKS) পদ্ধতিতে ত্বরণের একক মিটার/সেকেন্ড2
  • S.I পদ্ধতিতে ত্বরণের একক – মিটার প্রতি বর্গ সেকেন্ড (m/s2)

Also Read: তথ্য ও উপাত্ত কাকে বলে

ত্বরণ কত প্রকার?

উত্তরঃ ত্বরণ দুই প্রকার।

এই দুই প্রকার ত্বরণ হচ্ছেঃ

  • সমত্বরণ
  • অসমত্বরণ

SOME FAQ:

সমত্বরণ কাকে বলে?

কোন গতিশীল বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হার সর্বদা সমান হলে
তাকে সমত্বরণ বলে।

সুষম ত্বরণ কাকে বলে ?

কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ঠ দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সে ত্বরণকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলে ।

তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে ?

কোনো মুহূর্তকে ঘিরে অতি অল্প সময় ব্যবধান সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হার।

ত্বরণের রাশি কি?

ত্বরণের মান এবং অভিমুখ দুই আছে তাই ত্বরণ একটি ভেক্টর রাশি।

অসমত্বরণ কাকে বলে?

কোন গতিশীল বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হার সর্বদা অসমান হলে অর্থাৎ সমান না হলে তাকে সমত্বরণ বলে।

ত্বরণের মাত্রা কি?

ত্বরণের মাত্রা [LT-2]

তো আজকে আমরা দেখলাম যে ত্বরণ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment