পরিমাপের একক কাকে বলে? | পরিমাপের একক প্রকাশের পদ্ধতিসমূহ

পরিমাপের একক কাকে বলে: আজকে আমরা জানবো পরিমাপের একক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

পরিমাপের একক কাকে বলে,পরিমাপের একক প্রকাশের পদ্ধতিসমূহ,পরিমাপের এককের প্রয়োজনীয়তা
পরিমাপের একক কাকে বলে

পরিমাপের একক কাকে বলে?

কোন ভৌত রাশির সঠিক পরিমাপ করতে হলে, ওই রাশির একটি নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট পরিমাণটিকে উক্ত ভৌত রাশির একক বলা হয়।

OR: কোনাে ভৌতরাশি পরিমাপ করার জন্য ওই রাশির একটি সুবিধাজনক অংশকে মূল ধরে রাশিটি তার কত গুণ বা গুণিতাংশ, তা নির্ণয় করা হয়। সুবিধাজনক ওই মূল অংশকে ওই ভৌত রাশির পরিমাপের একক বলা হয়।

পরিমাপের এককের প্রয়োজনীয়তা

একক ছাড়া ভৌত রাশি সাধারণভাবে অর্থহীন। যদিও এমন অনেক ভৌত রাশি আছে যাদের কোনাে একক নেই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একই ভৌত রাশিকে অর্থবহ করে তােলে।

নিম্নলিখিত কারণে ভৌত রাশির একক ব্যবহৃত হয়:

  1. ভৌত রাশিটির স্বতন্ত্রতা বজায় রাখার জন্য।
  2. ভৌত রাশিটির স্বাভাবিক অবস্থা নিরূপণের জন্য।
  3. ভৌত রাশি-সমন্বিত সমীকরণ যাচাই করার জন্য।
  4. বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য।

Also Read: মোলারিটি কাকে বলে

পরিমাপের একক প্রকাশের পদ্ধতিসমূহ

একক প্রকাশের চারটি পদ্ধতি প্রচলিত আছে। যথা –

  1. cgs বা মেট্রিক পদ্ধতি
  2. mks পদ্ধতি
  3. SI বা আন্তর্জাতিক একক পদ্ধতি
  4. fps বা ব্রিটিশ পদ্ধতি

তবে বর্তমানে বিজ্ঞান আলোচনায় প্রধানত দুটি পদ্ধতি – cgs এবং SI ব্যবহৃত হয়।

cgs পদ্ধতি (cgs system)

  • দৈর্ঘ্যের একক – সেন্টিমিটার (centimeter)
  • ভরের একক – গ্রাম (gram)
  • সময়ের একক – সেকেন্ড(second)

fps পদ্ধতি (fps system)

  • দৈর্ঘ্যের একক – ফুট (foot)
  • ভরের একক – পাউন্ড (pound)
  • সময়ের একক – সেকেন্ড (second)

আন্তর্জাতিক পদ্ধতি (SI)

  • দৈর্ঘ্যের একক – মিটার (meter)
  • সময়ের একক – সেকেন্ড (Second)
  • উষ্ণতার একক – কেলভিন (Kelvin)
  • ভরের একক – কিলোগ্রাম (kilogram)
  • তড়িৎপ্রবাহের একক – অ্যাম্পিয়ার (ampere)
  • দীপন প্রাবল্যের একক – ক্যান্ডেলা (candela)
  • পদার্থের পরিমাণের একক – মোল (mole)

mks পদ্ধতি (mks system)

  • দৈর্ঘ্যের একক – মিটার (meter)
  • ভরের একক – কিলোগ্রাম (kilogram)
  • সময়ের একক – সেকেন্ড (second)

তো আজকে আমরা দেখলাম যে পরিমাপের একক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment