পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? – বিস্তারিত

হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:

পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে শুক্র।পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব মাত্র ৫৮.২ মিলিয়ন কিলোমিটার। কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি প্রতিটি গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে। যখন সূর্য পৃথিবী এবং শুক্রের মাঝে আসে তখন পৃথিবীর সবচেয়ে নিকটে চলে আসে বুধ। তাই যদি কখনো প্রশ্নে শুক্র উল্লেখ না করে বুধ উল্লেখ করা হয় তাহলে উত্তর হবে বুধ।

সূর্য থেকে দূরত্ব ক্রমানুসারে গ্রহগুলোর অবস্থান:

১. প্রথমত – বুধ

২. দ্বিতীয়ত – শুক্র

৩. তৃতীয়ত – পৃথিবী

৪. চতুর্থতম – মঙ্গল

৫. পঞ্চমতম – বৃহস্পতি

৬. যষ্ঠতম – শনি

৭. সপ্তমতম – ইউরেনাস

৮. অষ্টমতম – নেপচুন।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment