হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
পৃথিবীতে সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি। যার আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। ভ্যাটিকান সিটির লোকসংখ্যা প্রায় ৯২০ জন। ইউরোপ মহাদেশের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইতালির রাজধানী রোমের পাশেই এই রাষ্ট্রের অবস্থান।
১৯২৯ সালের দিকে ইতালির ফ্যাসিবাদী সরকারপ্রধান বিনেটো মুসোলিনির সময়ে পিটরো গ্যাসপারি নামক একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মুসোলিনির অনুমতি সাপেক্ষে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠা করেন। রহস্যঘেরা এ ছোট্ট দেশটিকে নিয়ে লোকমুখে নানা কথা প্রচলিত আছে।
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি এই প্রশ্নটি করলে আরো একটি দেশের নাম মনে আসে আর সেটি হলো সিল্যান্ড। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পেলেও একটি স্বাধীন দেশ হিসেবেই পরিচিত আটলান্টিক মহাসাগরের মাঝে ভাসমান দেশটি। যার আছে নিজস্ব পতাকা, মুদ্রা, ডাকটিকিটও। আটলান্টিক মহাসাগরের মাঝে দুটি পিলার।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।