প্রতীক কাকে বলে: আজকে আমরা জানবো প্রতীক কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
প্রতীক কাকে বলে?
কোন নির্দিষ্ট বস্তুকে নির্দেশক করে কোন ধরণের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সেই বস্তুকে উপস্থাপন করার কৌশলকে বলা হয় প্রতীক। রাস্তার পাশে, কোন দেয়ালে, কোন প্লে-কার্ডে আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেখতে পাই। সে চিহ্নগুলোকে মূলত প্রতীক বলা হয়।
প্রতীকের মাধ্যমে আমরা খুব সহজে কোন স্থান খুঁজে পেতে পারি কোন ধরণের ঝামেলা ছাড়াই। প্রতীক কাকে বলে জানতে হলে সাথেই থাকুন।
Also Read: আপেক্ষিক তাপ কাকে বলে
একটি প্রতীক চিহ্নস্বরূপ হিসেবে কাজ করে। ধরুন আপনি কোথাও হাঁটতে গিয়েছেন। সেখানে জ্রেব্রা ক্রসিং এর প্রতীক দেখলে বুঝতে পারবেন সামনে জেব্রা ক্রিসিং রয়েছে।
ঠিক তেমনি করে রাস্তার ধরে আমরা অনেক সময় বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেখতে পাই ,যে সকল সাংকেতিক চিহ্নকে আমরা প্রতীক হিসেবে জানি।
এই সকল প্রতীক সমূহ আমাদের চলার পথে কোন অজানা স্থানসমূজ বেশ সাহায্য করে। সেই সাথে সামনে কি কি পাওয়া যাবে সে সম্পর্কে সঠিক দিক নির্দেশনা পাশাপাশি যে কোন জিনিস খুঁজে পেতে বেশ ভূমিকা করে। প্রতীক কাকে বলে জানতে হলে সাথেই থাকুন।
প্রতীক কাকে বলে রসায়ন
কোনো মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। অর্থাৎ মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত প্রকাশই প্রতীক। যেমনঃ হাইড্রোজেন এর প্রতীক H, Oxygen এর প্রতীক O ইত্যাদি।
or: কোনা মৌলের ইংরেজি বা ল্যাটিন পূর্ণনামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন – হাইড্রোজেন এর প্রতীক H, অক্সিজেন এর প্রতীক O, নাইট্রোজেন এর প্রতীক N ইত্যাদি ।
Also Read: গ্যামেট কাকে বলে
গাণিতিক প্রতীক কাকে বলে
গণিতের ভাষায় প্রতীক হল, গাণিতিক সমস্যা সমাধানের জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকেই গাণিতিক প্রতীক বলে। গাণিতিক প্রতীক ৫ ধরণের। যথা –
- সংখ্যা প্রতীক
- অক্ষর প্রতীক
- প্রক্রিয়া প্রতীক
- বন্ধনী প্রতীক
- সম্পর্ক প্রতীক।
Some FAQ:
সংখ্যা প্রতীক কয়টি ও কি কি?
সংখ্যা প্রতীক ১০ টি। যথা – ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯।
গাণিতিক প্রতীক কাকে বলে?
গণিতের ভাষায় প্রতীক হল, গাণিতিক সমস্যা সমাধানের জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকেই গাণিতিক প্রতীক বলে।
প্রতীক কাকে বলে রসায়ন?
কোনো মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।
প্রতীক কাকে বলে?
কোন নির্দিষ্ট বস্তুকে নির্দেশক করে কোন ধরণের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সেই বস্তুকে উপস্থাপন করার কৌশলকে বলা হয় প্রতীক। রাস্তার পাশে, কোন দেয়ালে, কোন প্লে-কার্ডে আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেখতে পাই। সে চিহ্নগুলোকে মূলত প্রতীক বলা হয়।
তো আজকে আমরা দেখলাম যে প্রতীক কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!