বর্ণ কাকে বলে? | বর্ণ কত প্রকার ও কি কি?

বর্ণ কাকে বলে: আজকে আমরা জানবো বর্ণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

বর্ণ কাকে বলে,বর্ণ কত প্রকার ও কি কি

বর্ণ কাকে বলে,বর্ণ কত প্রকার ও কি কি
বর্ণ কাকে বলে

বর্ণ কাকে বলে?

মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে।

OR: ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ (Letter) বলে। যেমন – অ,আ,ক,খ,গ ইত্যাদি।

Also Read: গীবত কাকে বলে

বর্ণ কত প্রকার ও কি কি?

বর্ণ ২ প্রকার। যথাঃ-

  1. স্বরবর্ণ
  2. ব্যঞ্জনবর্ণ

স্বরবর্ণ কাকে বলে?

স্বরধ্বনি দ্যােতক লিখিত সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। যেমন – অ,আ,ই,ঈ… ইত্যাদি। স্বরবর্ণ ১১ টি। এদের মধ্যে হ্রস্বস্বর ৪ টি এবং দীর্ঘস্বর ৭ টি।

ব্যঞ্জনবর্ণ কাকে বলে?

ব্যঞ্জনধ্বনি দ্যােতক লিখিত সাংকেতিক চিহ্নকে, ব্যঞ্জনবর্ণ বলে। যেমন – ক,খ,গ,ঘ,ঙ……ইত্যাদি। বাংলা ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। এর মাঝে প্রকৃত ৩৫ টি এবং অপ্রকৃত ৪ টি।

বর্ণের সংক্ষিপ্ত রূপ:কার ও ফলা

প্রতিটি স্বরবর্ণ ও কিছু কিছু ব্যঞ্জনবর্ণ দুটো রূপে ব্যবহৃত হয়। প্রথমত, স্বাধীনভাবে শব্দের মাঝে ব্যবহৃত হয়। আবার অনেক সময় অন্য কোন বর্ণে যুক্ত হয়ে সংক্ষিপ্ত রূপে বা আশ্রিত রূপেও ব্যবহৃত হয়।

যেমন, ‘আ’ বর্ণটি ‘আমার’ শব্দের স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, আবার ‘ম’-র সঙ্গে আশ্রিত হয়ে সংক্ষিপ্ত রূপেও (া ) ব্যবহৃত হয়েছে।

স্বরবর্ণের এই আশ্রিত সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জনবর্ণের আশ্রিত সংক্ষিপ্ত রূপকে বলে ফলা।

উপরে ‘আমার’ শব্দে ‘ম’-র সঙ্গে যুক্ত ‘আ’-র সংক্ষিপ্ত রূপটিকে (া ) বলা হয় আ-কার। এমনিভাবে ই-কার ( w ), ঈ-কার ( x ), উ-কার ( y ), ঊ-কার ( ~ ), ঋ-কার (ৃ ), এ-কার ( † ), ঐ-কার ( ˆ ), ও-কার ( ো), ঔ-কার ৌ) কার। তবে ‘অ’ এর কোন কার নেই।

আবার আম্র শব্দে ‘ম’-র সঙ্গে ‘র’ সংক্ষিপ্ত রূপে বা ফলা যুক্ত হয়েছে। অর্থাৎ সংক্ষিপ্ত রূপটি (ª ) র-ফলা। এরকম ম-ফলা ( ¨ ), ল-ফলা ( ­ ), ব-ফলা ( ^ ), ইত্যাদি।

SOME FAQ:

পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি ও কি কি ?

পূর্ণমাত্রা স্বরবর্ণ ৬ টি : অ আ ই ঈ উ ..উ্

মাত্রাছাড়া স্বরবর্ণ কয়টি ও কি কি ?

মাত্রাছাড়া স্বরবর্ণ ৪ টি : এ ঐ ও ঔ ।

অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি ও কি কি ?

অর্ধমাত্রা স্বরবর্ণ ১টি : ঋ

পূর্ণমাত্রা ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি ?

পূর্ণমাত্রা ব্যঞ্জনবর্ণ ২৬ টি যথা : ক ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ম য র ল ষ স হ ত দ ন ফ ব ভ ড় ঢ় য়

অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি ?

অর্ধমাত্রা বর্ণ ৭টি যথা : খ গ ণ থ ধ প শ

মাত্রাছাড়া ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি ?

মাত্রাছাড়া ব্যঞ্জনবর্ণ ৬ টি যথা : ঙ ঞ ৎ ং ঃ ঁ

ফোঁটাযুক্ত ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি ?

ফোঁটাযুক্ত বর্ণ ৫ টি যথা : র ড় ঢ় য় ঁ

বর্ণ কাকে বলে,বর্ণ কত প্রকার ও কি কি

তো আজকে আমরা দেখলাম যে বর্ণ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment