বাক্যের মৌলিক উপাদান কোনটি? – বিস্তারিত

হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “বাক্যের মৌলিক উপাদান কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:

বাক্যের মৌলিক উপাদান কোনটি

বাক্যের মৌলিক উপাদান কোনটি?

বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ।ভাষার মূল উপকরণ বাক্য, বাক্যের মৌলিক উপাদান শব্দ। আর ভাষার মূল উপাদান ধ্বনি। কতোগুলো পদ সুবিন্যস্ত হয়ে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বাক্য বলে। বাক্যে কতোগুলো পদ থাকে। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে পদ বলে। এই বিভক্তি যুক্ত হয়ে শব্দগুলো পরস্পর সম্পর্কিত হয়ে বাক্য গঠন করে। নয়তো বাক্য তৈরি হয় না।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment