বিচারক ও বিচারপতির মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো বিচারক ও বিচারপতির মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
বিচারক ও বিচারপতির মধ্যে পার্থক্য কি?
বিচারক | বিচারপতি |
---|---|
বাংলাদেশের নিম্ন আদালতে (জেলা ও দায়রা জজের আওতাধীন আদালত) যিনি বিচারকার্য পরিচালনা করেন, তাঁকে বিচারক বলা হয়। | উচ্চ আদালতে বা সুপ্রিম কোর্টে (হাইকোর্ট ও আপিল বিভাগ) যিনি বিচার পরিচালনার দায়িত্বে আছেন, তাঁকে বলা হয় বিচারপতি। |
বিচারক মানেই বিচারপতি নন। | বিচারপতি মাত্রই বিচারক। |
বিচারকরা বিচারকার্যের যেকোনো বিষয়ে বিচারপতিদের সঙ্গে পরামর্শ করতে পারেন। | বিচারপতিরা নিজ থেকেও বিচারকদের পরামর্শ দিতে পারেন। তবে বিচারকের সে এখতিয়ার নেই। |
তো আজকে আমরা দেখলাম যে বিচারক ও বিচারপতির মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!
খুব সুন্দর ও দরকারী একটি পোস্ট