বৃও কাকে বলে: আজকে আমরা জানবো বৃও কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
বৃত্ত কাকে বলে ২য় শ্রেণী, বৃত্ত কাকে বলে ৩য় শ্রেণী, বৃত্ত কাকে বলে ৪য় শ্রেণী, বৃত্ত কাকে বলে ৫য় শ্রেণী
বৃও কাকে বলে?
একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদুরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত সুষম আবদ্ধ বক্রাকার চিত্রকে বৃত্ত বলে।
বৃত্ত হল একটি আকৃতি যা একটি সমতলের সমস্ত বিন্দু নিয়ে গঠিত যা একটি নির্দিষ্ট বিন্দু, কেন্দ্র থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থিত; সমানভাবে এটি একটি বিন্দু দ্বারা চিহ্নিত বক্ররেখা যা একটি সমতলে চলে যাতে একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর দূরত্ব স্থির থাকে।
Also Read: এসিড বৃষ্টি কাকে বলে
তো আজকে আমরা দেখলাম যে বৃও কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!