ভাজ্য কাকে বলে: আজকে আমরা জানবো ভাজ্য কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
ভাজ্য কাকে বলে?
যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে।
ভাজ্য নির্ণয়ের সূত্রটি কি?
ভাজ্য নির্ণয়ের সূত্রটি হলো:
ভাজ্য = ভাজক * ভাগফল
Also Read: গড় কাকে বলে
SOME FAQ:
নিঃশেষ বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি কি?
ভাজ্য = ( ভাজক * ভাগফর ) + ভাগশেষ
যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে?
ভাজ্য।
২৫/৫ = ৫ এখানে ভাজ্য কোনটি?
২৫
ভাজ্য ভাজকের থেকে ছোট না বড় হয়?
বড় হয়।
ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ?
ভাজ্য = ভাজক * ভাগফল।
নিঃশেষ বিভাজ্য হলে ভাজ্য = কী?
ভাজক * ভাগফল।
৪৪৫০০ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল হবে ৪৪৫ এখাবে ভাজ্য কোনটি হবে?
৪৪৫০০
১২৫ / ২৫ = ৫ এখানে ভাজ্য কোনটি?
১২৫।
তো আজকে আমরা দেখলাম যে ভাজ্য কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!