ভাষা কাকে বলে: আজকে আমরা জানবো ভাষা কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
ভাষা কাকে বলে?
মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যেসব কথা বলি, তাকে ভাষা বলে।
বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রাকাশের মাধ্যমকে ভাষা বলে। যেমন–
- আমার নাম মিনা।
- আমি বই পড়ি।
- সে স্কুলে যায় ইত্যাদি।
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে
“মনুষ্যজাতি যে ধ্বনি বা ধ্বনিসকল দ্বারা মনের ভাব প্রকাশ করে, তার নাম ভাষা।”
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে
“মনের ভাব প্রকাশের জন্য, বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত শব্দসমষ্টিকে ভাষা বলে।”
ভাষার বৈশিষ্ট্য (Characteristics of language)
ভাষার বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আছে। ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলো হলোঃ
- ভাষা মনের ভাব প্রকাশ করে।
- ভাষা এক ধরনের ধ্বনি।
- ধ্বনি তৈরি শব্দ বাক্যে ব্যবহৃত হয়।
- কোনো এক অঞ্চলে মানুষ তা ব্যবহার করে বা করত।
- ভাষা তার নিজস্ব ক্ষেত্রে স্বাধীন ও সার্বভৌম।
- এই ধ্বনি মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত হয়।
- ধ্বনিগুলো অর্থযুক্ত হয়।
Also Read: সম্পাদ্য কাকে বলে
ভাষা কত প্রকার ও কি কি?
ভাষা প্রধানত দুই প্রকার। যথাঃ
- কথ্য ভাষা বা মুখের ভাষা
- লেখ্য ভাষা বা লিখিত ভাষা
1.কথ্য বা মৌখিক ভাষা
সাধারণত আমরা যে ভাষায় কথা বলে পরস্পরের মধ্যে কথাবার্তা বলে পরস্পরের ভাব আদান-প্রদান করি, তাকে কথ্য বা মৌখিক ভাষা বলে।
2.লেখ্য ভাষা বা লিখিত ভাষা
যে ভাষায় বই-পুস্তক, চিঠি-পত্র ইত্যাদি লেখা হয় তাকে লেখ্য ভাষা বা লিখিত ভাষা বলে।
লেখ্য ভাষা বা লিখিত ভাষা দুই প্রকার। যথাঃ
- সাধু ভাষা
- চলিত ভাষা
সাধু ভাষার বৈশিষ্ট্য
- এটা শুধু লেখ্য ভাষারূপে প্রচলিত।
- সাধু ভাষার উচ্চারণ গুরুগম্ভীর।
- সাধু ভাষা অপরিবর্তনীয়।
- সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হয়।
- সাধু ভাষা কথাবার্তা, নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী নয়।
- সাধু ভাষা ব্যাকরণের নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলে।
চলিত ভাষার বৈশিষ্ট্য
- চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের সংক্ষিপ্ত, কথ্য রূপটি ব্যবহার করা হয়। যেমন: করেছি, গেছলাম, দেখবো, আসছে, করেছে, ও, এ, তার, ওর ইত্যাদি।
- চলিত ভাষায় দেশি ও তদ্ভব শব্দের ব্যবহার তৎসম শব্দের চেয়ে বেশি। বিদেশি শব্দও যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হয়। যেমন: গাছ, ঘর, ঘাস, হাত, পা, বাড়ি, ঘি ইত্যাদি।
- চলিত ভাষায় তদ্ভব ও বিদেশি অনুসর্গ ব্যবহৃত হয়। অনুসর্গের পূর্ণ রূপ ব্যবহৃত হয় না। যেমন: হতে, চেয়ে, থেকে, দিয়ে ইত্যাদি।
- চলিত ভাষা সাধারণ মানুষের মুখের ভাষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে এর ধ্বনিঝংকার সাধু বাংলার মতো নয়।
- চলিত ভাষায় সন্ধিবদ্ধ ও সমাসবদ্ধ শব্দের ব্যবহার তুলনামূলক ভাবে কম। তবে এ কথা ঠিক যে চলিত গদ্যেও সমাসবদ্ধ ও সন্ধিবদ্ধ শব্দের যথেষ্ট ব্যবহার হয়ে থাকে।
- চলিত ভাষায় সংস্কৃত সংখ্যাবাচক শব্দের ব্যবহার সাধারণত হয় না।
- চলিত ভাষার ভিত্তি হল মানুষের মুখের ভাষা। তাই এই ভাষা অপেক্ষাকৃত সহজবোধ্য।
মাতৃভাষার গুরুত্ব
মাতৃভাষার গুরুত্ব: প্রত্যেকের নিকট মাতৃভাষার গুরুত্ব সবথেকে বেশি থাকে কারণ তারা সেই ভাষায় জন্ম থেকে অভ্যস্ত হয়ে ওঠেন এবং অধিকাংশ ক্ষেত্রে সেই ভাষাই তাদের প্রাথমিক শিক্ষা ভাষা হিসেবে ব্যবহৃত হয়।
এসব কারণে সেই ভাষাকে তারা সহজ এবং সর্বোচ্চ মনের ভাব প্রকাশ হিসেবে গ্রহণ করেন। যেমন আমরা যারা এই মুহূর্তে লেখাটি পড়ছি তাদের সকলেরই মাতৃভাষা বাংলা। এর মূল কারণ আমরা ছোটবেলা থেকে এই ভাষাটি অনুশীলন করে বড় হয়েছি এবং এই ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের সকল ভাবকে অন্যদের সামনে উপস্থাপন করে থাকি।
ভাষা কাকে বলে উদাহরণ দাও, ভাষা কাকে বলে কত প্রকার ও কি কি, ভাষার সংজ্ঞা, ভাষার প্রধান উপাদান কয়টি ও কি কি, ভাষার বৈশিষ্ট্য কি কি, বাংলা ভাষা কাকে বলে, আঞ্চলিক ভাষা কাকে বলে, মাতৃভাষার বৈশিষ্ট্য কি কি, ভাষা কাকে বলে in bangla, প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি ও কি কি
SOME FAQ:
অনেকেই কোন ভাষাকে বাংলার জননী মনে করত?
সংস্কৃত
ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম বৃহৎ মাতৃভাষা?
চতুর্থ
বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কত?
৬৫০ খ্রিষ্টাব্দ
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভবকাল কত?
৯৫০ খ্রিষ্টাব্দ
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?
গৌড় অপভ্রংশ থেকে
বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন কে?
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কিসে?
সর্বনাম ও ক্রিয়াপদে
বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি?
২ টি
ভাষার মূল ভিত্তি কি?
ধ্বনি
ভাষার ক্ষুদ্রতম একক কি?
ধ্বনি
তো আজকে আমরা দেখলাম যে ভাষা কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!