ভূগোল কাকে বলে? বিস্তারিত….

ভূগোল কাকে বলে: আজকে আমরা জানবো ভূগোল কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

ভূগোল কাকে বলে
ভূগোল কাকে বলে

ভূগোল কাকে বলে?

ভূগোল হচ্ছে এমন এক ধরনের অধ্যয়ন যা স্থান এবং জনসাধারণ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে। ভূগোলবিদরা পৃথিবীতে এবং তার চারদিকে ছড়িয়ে থাকা মানবসমাজ সবকিছুর বৈশিষ্ট্যগুলি খুজে বের করেন।

তারা মানব সংস্কৃতি কীভাবে প্রাকৃতিক পরিবেশের সাথে ইন্টারেক্ট করে এবং লোকেশন এবং স্থানগুলি যেভাবে মানুষের উপর প্রভাব ফেলতে পারে তাও তা পরীক্ষা করে।

ভূগোল সহজে বোঝানোর চেষ্টা করে কোন জিনিসগুলি কোথায় পাওয়া যায়, কেন সেখানে রয়েছে এবং কীভাবে সময়ের সাথে তাদের বিকাশ ও পরিবর্তন ঘটছে।

Also Read: নদী কাকে বলে

SOME FAQ:

পাহাড় কাকে বলে?

সমতল ভূমি থেকে উঁচু ডিবির আকারের এবড়ো থেবড়ো পাথুরে জায়গাকে পাহাড় বলে।

অন্তর দ্বীপ কাকে বলে?

স্থলভাগের যে অংশ ক্রমশ সরু হয়ে সাগরে প্রবেশ করে, তাকে অন্তর দ্বীপ বলে।

পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

নীল নদ।

সমভূমি কাকে বলে?

উঁচু নীচু নয় এমন সমতল বা সমান স্থল ভাগকে সমভূমি বলা হয়।

পর্বত কাকে বলে?

পাহাড়ের থেকে অনেক উঁচু ও অনেক দূর পর্যন্ত বিস্তৃত শৃঙ্গ যু্ক্ত ভূ-ভাগকে পর্বত বলা হয়।

দ্বীপপুঞ্জ কাকে বলে?

চারিদিক সাগরে ঘেরা অনেকগুলি দ্বীপ কাছাকাছি থাকলে তাঁকে দ্বীপপুঞ্জ বলে।

উপদ্বীপ কাকে বলে?

তিনদিক জল দ্বারা বেষ্টিত দ্বীপকে উপদ্বীপ বলে।

দ্বীপ কাকে বলে?

চারিদিকে জল মাঝখানে স্থল এইরূপ ভূ-ভাগকে দ্বীপ বলে।

হ্রদ কাকে বলে?

চারিদিকে স্থল দ্বারা ঘেরা জলভাগকে হ্রদ বলে।

ব দ্বীপ কাকে বলে?

যে সব দ্বীপের আকৃতি মাত্রাহীন ‘ব’ হয় তাকে ব-দ্বীপ বলে।

পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যাণ্ড।

মরুভূমি কাকে বলে?

জল, গাছপালাহীন বিশাল বালুকাময় প্রান্তরকে মরুভূমি বলে।

পৃথিবীর শীতলতম স্থান কোনটি?

আন্টারটিকার ভোস্টাক সেস্টলান। (-৮৯.২ ডিগ্রি সেন্টিগ্রেড)

পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?

পৃথিবীর বৃহত্তম হ্রদটি হলো- কাস্পিসিয়ান সাগর।

পৃথিবীর বৃহত্তম সাগর কোন্‌টি?

পৃথিবীর বৃহত্তম সাগর হলো – দক্ষিণ চিন সাগর।

পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোন্‌টি?

পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি হলো
সাহারা মরুভূমি।

পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ?

পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো- প্রশান্ত মহাসাগর।

উষ্ণপ্রস্রবণ কাকে বলে?

কোনো কোনো জায়গায় যখন মাটির নীচ থেকে গরম জল বেরিয়ে আসে তখন তাকে উষ্ণপ্রস্রবণ বলে।

জল প্রপাত কাকে বলা হয়?

নদীর যে জল ধারা পাহাড়-পর্বত বা কোনো উচ্চ সমভূমির ঢাল থেকে সবেগে নীচে পড়ে তাকে জলপ্রপাত বলে।

গিরিপথ কাকে বলে?

দুই পর্বতের মাঝখানে যে সরু পথ থাকে তাকে গিরিপথ বলা হয়।

উপত্যকা কাকে বলে?

দুই পর্বতের মাঝখানের নীচু সমতল ভূমিকে উপত্যকা বলে।

প্রণালী কাকে বলে?

যে সংকীর্ণ জলভাগ দুটি বিশাল জলভাগকে যুক্ত করে, তাকে প্রণালী বলে।

পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?

ভেনিজুয়েলার এঞ্জেল জলপ্রপাত।

পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি?

পৃথিবীর বৃহত্তম ব দ্বীপটি হলো- সুন্দরবন।

তো আজকে আমরা দেখলাম যে ভূগোল কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment