মহাসাগর কাকে বলে? | মহাসাগর কয়টি ও কি কি?

মহাসাগর কাকে বলে: আজকে আমরা জানবো মহাসাগর কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

মহাসাগর কাকে বলে
মহাসাগর কাকে বলে

Table of Contents

মহাসাগর কাকে বলে?

অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকেই মহাসাগর বা মহাসমুদ্র বলে।

মহাসাগর পৃথিবীর মোট আয়তনের প্রায় ৭০.৯% স্থান দখল করে আছে। অর্থাৎ পৃথিবীর একভাগ স্থল ও তিনভাগ জল রয়েছে।

একভাগ স্থলের মধ্যে ৭টি মহাদেশ রয়েছে। এবং বাকি অংশ জলে পরিপূর্ণ। এই জলটিকেই বিভিন্ন মহাসাগরে ভাগ করা হয়েছে।

এবং আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। একটি উম্নুক্ত বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ জায়গায় জল জমা হয়ে থাকলেই তা মহাসাগর হয়ে যায়।

মহাসাগরের অর্ধেকেরও বেশি জায়গার গড় গভীরতা ৩,০০০ মিটার বা ৯,৮০০ বর্গফুটেরও বেশি।

Also Read: খনিজ সম্পদ কাকে বলে

মহাসাগর কয়টি ও কি কি?

বিজ্ঞানীরা পৃথিবীর জলরাশিকে আলাদা আলাদা পাঁচটি ভাগে ভাগ করেছেন এবং আলাদা আলাদা নাম দিয়েছেন। এটিকেই পাঁচটি মহাসাগর হিসেবে চিহ্নিত করা হয়। বিশ্বে মোট পাঁচটি মহাসাগর রয়েছে:

  1. প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)
  2. আটলান্টিক মহাসাগর (Atlantic Ocean)
  3. ভারত মহাসাগর (Indian Ocean)
  4. উত্তর বা সুমেরু মহাসাগর (Arctic Ocean)
  5. দক্ষিণ বা কুমেরু মহাসাগর (Southern Ocean)

SOME FAQ:

আফ্রিকার বৃহত্তম জলপ্রপাতের নাম কী?

ভিক্টোরিয়া জলপ্রপাত।

এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?

ইয়াংসি কিয়াং নদী।

ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী?

ভলগা নদী।

পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কী?

চিনের থ্রি জর্জ বাঁধ।

পৃথিবীর উচ্চতম বাঁধ কোনটি?

চিনের জিনপিং বাঁধ।

পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী?

ভেনেজুয়েলার আঞ্জেল জলপ্রপাত।

পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম কী?

রো নদী।

পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কী?

অ্যামাজন নদী।

পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?

নীলনদ।

পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কী?

গ্রিনল্যান্ড।

পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি?

অ্যামাজন নদী অববাহিকা।

পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপের নাম কী?

গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত সুন্দরবন বদ্বীপ।

পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?

বৈকাল হ্রদ।

পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?

বৈকাল হ্রদ।

পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কী?

ক্যাস্পিয়ান সাগর।

পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?

প্রশান্ত মহাসাগর।

মহাসাগরের ইংরেজি নাম কি?

The ocean।

পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি?

পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর।

সবচেয়ে ছোট মহাসাগরের নাম কি?

পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর হলো দক্ষিণ মহাসাগর।

Also Read: বিস্তার কাকে বলে

তো আজকে আমরা দেখলাম যে মহাসাগর কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment