শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য কি: আজকে আমরা জানবো শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।
শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য কি?
শেয়ার | ঋণপত্র |
---|---|
ডিবেঞ্চার কোম্পানির ঋণ। | অন্যদিকে, শেয়ার কোম্পানির মূলধনের অংশ। |
ডিবেঞ্চারহোল্ডার কোম্পানির ঋণদাতা । | অন্যদিকে, শেয়ারহোল্ডার কোম্পানির মালিক। |
ডিবেঞ্চারহোল্ডারগণ কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। | অন্যদিকে, শেয়ারহোল্ডারগণ কোম্পানির পরিচালনায় অংশ গ্রহণ করিতে পারে। |
ডিবেঞ্চারহোল্ডারগণ কোম্পানির ঋণদাতা তাই তাদের ভোট প্রদানের অধিকার নাই। | অন্যদিকে, শেয়ারহোল্ডারগণ কোম্পানির মালিক হওয়ায় পরিচালক নিয়োগের জন্য ভোট প্রদান করতে পারে। |
ডিবেঞ্চারহোল্ডার শুধু নির্দিষ্ট হারে সুদ পায়। কোন লভ্যাংশ পায় না। | অন্যদিকে, শেয়ারহোল্ডার নির্দিষ্ট বা পরবর্তনীয় হারে লভ্যাংশ পায় এবং লোকসান হলে তাও তাদের বহন করতে হয়। |
কোম্পানির বিলুপ সাধনের সময় ডিবেঞ্চারহোল্ডারগণের দাবি শেয়ারহোল্ডারগণের আগে পূরণ করা হয়। | অন্যদিকে, কোম্পানির সমস্ত প্রকার ঋণ পরিশোধের পর শেয়ারহোল্ডারগণের অবশিষ্ট যে অর্থ থাকে তা থেকে তাদের ফেরত দেওয়া হয়। |
সাধারণত ডিবেঞ্চার অর্থ ফেরত দেওয়া হয়। | অন্যদিকে, পরিশোধ্য অগ্রাধিকারযুক্ত শেয়ার ছাড়া শেয়ারের অর্থ ফেরত দেওয়া হয় না। |
Also Read: শিক্ষিত ও অশিক্ষিত মধ্যে পার্থক্য কি
তো আজকে আমরা দেখলাম যে শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য কি এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!