সংকেত কাকে বলে? | লবণের সংকেত কি?

সংকেত কাকে বলে: আজকে আমরা জানবো সংকেত কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

লবণের সংকেত কি, সংকেত, সংকেত কাকে বলে
সংকেত কাকে বলে

সংকেত কাকে বলে?

মৌলিক বা যৌগিক পদার্থের অণু প্রতীকের সাহায্যে যেভাবে প্রকাশ করা হয় তাকে সংকেত বা আণবিক সংকেত বলে। অর্থাৎ মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বা আণবিক সংকেত বলে। যেমন- নাইট্রোজেনের সংকেত N2 , পানির সংকেত H2O ।

OR: কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে কয়টি মৌল আছে এবং মৌলতে কয়টি পরমাণু আছে সেগুলো যে প্রতিক এর মাধ্যমে দেখানো হয় তাকে সংকেত বলে।

Also Read: হাইড্রোজেন বন্ধন কাকে বলে

যেমন – সোডিয়াম হাইড্রোঅক্সাইড বা কস্টিক সোডার সংকতে NaOH, হাইড্রোক্লোরিক এসিডের সংকেত HCl, ভিনেগার বা এসিটিক এসিডের সংকেত CH3COOH ইত্যাদি।

SOME FAQ:

লবণের সংকেত কি?

NaCl – লবণ ( NaCl ) যা হলো সোডিয়াম ক্লোরাইড । এটি খুবই প্রয়োজনীয় একটি খনিজ পদার্থ।

তো আজকে আমরা দেখলাম যে সংকেত কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment