সবচেয়ে বড় দিন কোনটি? – বিস্তারিত

হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো “সবচেয়ে বড় দিন কোনটি”। তো চলুন দেখে নেওয়া যাক:

সবচেয়ে বড় দিন কোনটি?

সবচেয়ে বড় দিন কোনটি?

সবচেয়ে বড় দিন কোনটি ২১জুন। সূর্যের পরিক্রমণকালে ২১ জুন তারিখে পৃথিবী এমন এক জায়গায় আসে সে তখন সূর্য ১১৫ উত্তর অক্ষাংশে তথা কর্কটক্রান্তির ওপর লম্বভাবে পড়ে। তাই ২১ জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। অন্যদিকে ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। তাই ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড়, রাত ছোট। উল্লেখ্য, ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর উভয় গোলার্ধে দিন – রাত্রি সমান।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে, শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment