সমকোণ কাকে বলে? | সমকোণের বৈশিষ্ট্য

সমকোণ কাকে বলে: আজকে আমরা জানবো সমকোণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

সমকোণ কাকে বলে,সমকোণের বৈশিষ্ট্য
সমকোণ কাকে বলে

সমকোণ কাকে বলে?

দুটি সরলরেখা পরস্পর সমান হবে এবং সরলরেখা দুটি সংযুক্ত করলে 90 ডিগ্রি কোন উৎপন্ন হবে তাকে সরল কোণ বলে।

OR: দুইটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে।

OR: ৯০ ডিগ্রি কোণকে এক সমকোণ বলে।

OR: দুইটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে।

সমকোণের বৈশিষ্ট্য

  1. সমকোণ এর মধ্যে কোণের পরিমাপ হবে 90 ডিগ্রি।
  2. ত্রিভুজের একটি কোণ যদি সম্ভব হয় তাহলে অপর দুটি কোণ পরস্পর পূরক কোণ হবে।
  3. একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে অপর দুটি কোণের যোগফল এক সমকোণ এর সমান হয়।
  4. একটি সমকোণ এর পরিমাপ একটি পূর্ণ চক্রের এক চতুর্থাংশ হবে।
  5. চারটি সমকোণ মিলে একটি পূর্ণ সমকোণ তৈরি হয়।
  6. এক সমকোণ সমান 90 ভাগ করলে প্রতিভাকে ১ ডিগ্রী বলা হয়।
  7. এক সমকোণের পরিমাপ হয় n/2 রেডিয়ানের সমান। সুতরাং, ১ সমকোণ = n/2 রেডিয়ান।
  8. ইউক্লিড সমকোণ এর সাহায্যে লম্ব রেখা সূক্ষ্মকোণ এবং স্থুলকোণ বর্ণনা করেছেন।
  9. সমকোণী ত্রিভুজের সমকোণের বাহু বৃহত্তম হয়।
  10. এক সমকোণ এর পরিমাণ ১০০ গ্রেডিয়ানের সমান হয়ে থাকে। সুতরাং, ১ সমকোণ = ১০০ গ্রেডিয়ান।
  11. সমকোণের পরস্পর দুটি বাহু সমান হবে।
  12. সমকোণের বাহু দুটি লম্ব হবে।

তো আজকে আমরা দেখলাম যে সমকোণ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment