সমীকরণ কাকে বলে?

সমীকরণ কাকে বলে: আজকে আমরা জানবো সমীকরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর ভালো ভাবে বুঝতে পারবেন।

সমীকরণ কাকে বলে
সমীকরণ কাকে বলে

সমীকরণ কাকে বলে?

(Equations).সমীকরণ: (=) চিহ্ন দ্বারা একটি রাশির সাথে অপর একটি রাশির সম্পর্ককে সমীকরণ বলা হয়।

নিচে দুটি সমীকরণ লেখা হলঃ

ক)2x=4 খ)5x-18=14

সমীকরণে কমপক্ষে একটি অজ্ঞাত বীজগণিতীয় প্রতীক থাকে। উপরের উদাহরণ দুটিতে অজ্ঞাত প্রতীক X. অজ্ঞাত প্রতীক হিসাবে ইংরেজি বর্ণমালার x,y,z অক্ষরগুলো ব্যবহৃত হয়।

OR: সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। x + 1 = 5 একটি গাণিতিক খোলা বাক্য ও একটি সমতা। এখানে অজানা বা অজ্ঞাত রাশি x কে চল বা চলক বলা হয়। প্রধানত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর x, y, z চলক হিসেবে হিসেবে ব্যবহৃত হয়।

Also Read: ক্ষমতা কাকে বলে

সুতরাং আমরা বলতে পারি, অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ।

SOME FAQ:

সূচক সমীকরণ বলতে কী বুঝ?

যে সমীকরণে অজ্ঞাত চলক সূচকরূপে থাকে, তাকে সূচক সমীকরণ বলে।

সমীকরণের সমাধান বলতে কী বোঝায়?

শুদ্ধি পরীক্ষায় যে সব মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয় সেগুলো সমীকরণের সমাধান বা মূল।

সমীকরণ কাকে বলে?

কোনো অজ্ঞাত রাশি বা রাশিমালা যখন নির্দিষ্ট সংখ্যার বা মানের সমান লেখা হয় তখন তাকে সমীরণ বলে।

কখন একটি দ্বিঘাত সমীকরণের মুলদ্বয় সমান হয়?

যখন নিশ্চায়কের মান শূন্য হয়।

একটি সমীকরণের দুইটি পক্ষ থাকে। সমান (=) চিহ্নের বাম পাশের রাশিকে বামপক্ষ এবং ডান পাশের রাশিকে ডানপক্ষ বলা হয়।

তো আজকে আমরা দেখলাম যে সমীকরণ কাকে বলে এবং আরো অনেক বিস্তারিত বিষয় । যদি পোস্ট ভালো লাগে তাহলে অব্যশয়, আমাদের বাকি পোস্ট গুলো ভিসিট করতে ভুলবেন না!

Leave a Comment